
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের কমিটির নেতারা মুখমুখি অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে রয়েছে। তবে যে কোন সময় সংঘাতে জড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ইতিমধ্যে কৃষকদলে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার বিষয়ে অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা কৃষকদলের আহŸায়ক ডা. শাহীন মিয়া। তবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নেতাদের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেননি শাহীন। বিষয়টি এড়িয়ে গিয়ে সংবাদ সম্মেলনে দল থেকে ইতোমধ্যে বহিষ্কার হওয়া নেতাদের ব্যাপারেই কথা বলেছেন তিনি। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা কৃষকদলের আহŸায়ক ডা. শাহীন মিয়া এই সংবাদ সম্মেলন করেন। এসময় শাহীন বলেন, কোন চাঁদাবাজ, দখলবাজ ও স্বৈরাচারের দোসর এদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যেকোনো অঙ্গ সংগঠনের পদে থাকতে পারে না। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হিসেবে আমার সংগঠনে যারা চাঁদাবাজ, দখলবাজ স্বৈরাচারের দোসর আমি তাদেরকে বহিষ্কার করেছি। আওয়ামীলীগের সাথে শাহীনের সংশ্লিষ্টতার অভিযোগ আনাদের ব্যাপারে পাল্টা তিনি বলেন, রূপগঞ্জ থানার সাবেক সভাপতি নজরুল ইসলামকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর, দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও সাংগঠনিক দূর্বলতার কারণে তাকে ৩০ নভেম্বর ২০২৩ সালে সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও বিএনপির অসহযোগ আন্দোলনে নজরুলের কোন প্রকার সম্পৃক্ততা ছিল না। সে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হত্যা মামলার আসামি রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিনের যোগসাজসে রূপগঞ্জ ইউনিয়নের একাধিক মৌজার আবাদী জমিতে বালি ভরাট করে সাধারণ কৃষকের দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল। এছাড়াও অসহায় ও সাধারন মানুষের বসতবাড়ি সহ জবরদখল করে নেয় তারা। নজরুল দোসরদের আস্থাভাজন হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের উপর বিভিন্ন প্রক্রিয়ায় নির্যাতন করেছিল। এভাবে বিগত ১৭ বছরে স্বৈরাচার সরকারের আস্থাভাজন হয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন এই নজরুল। সে হলো মৌসুমী পাখি। তিনি বলেন, ১৭ টি বছর জুলুম নির্যাতন সহ্য করে এই নারায়ণগঞ্জে কৃষক দলকে হাতের মুঠোয় রেখেছি আজ সেই কৃষক দলের ভাবমূতি ক্ষুন্ন করতে এই নজরুল স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের মানহানি করেছে। আমি এরই মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিরুদ্ধে কৃষক দলের কেন্দ্রীয় পর্যায়ে থেকে ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিষয়টি আমি আমার হাইকমান্ডকে অবগত করেছি। তিনি আরও বলেন, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি সার্জন মোমেনকে চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় শৃংখল বঙ্গের দায়ে ১০ই এপ্রিল সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সে বিগত সতেরো বছর নেতাকর্মীদের নির্যাতন করে নিজের স্বার্থ হাসিল করেছে। ৫ ই আগস্টের পর ৪০ বিঘা জমির উপর মাছের প্রজেক্ট দখল করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন মোমেন। স্বৈরাচার শেখ হাসিনার সময় সে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন তার নিজের জন্য। এখনো সে এলাকায় সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে এর যথেষ্ট প্রমাণ আমার কাছে এসেছে এবং অনেক সাধারণ মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। যে সমস্ত মানুষ কোন দল করে না দল বুঝেনা। এ সমস্ত অভিযোগের কারণে তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নজরুলসহ কৃষকদলের বেশ কয়েকজন নেতা সংবাদ সম্মেলন করেন। এসময় শাহীনের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে টাকার বিনিময়ে পুনর্বাসনসহ বেশ কিছু অভিযোগ আনেন তারা। অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ, আড়াইহাজার, রুপগঞ্জ, ফতুল্লাসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নেতাকর্মীদের দলে ভিড়িয়েছেন ড. শাহীন মিয়া। আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও জাতীয় পার্টির সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বেশ কয়েকজন নেতা জেলা কৃষকদলের কমিটিতে দায়িত্ব পেয়েছেন। নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহŸায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহŸায়ক পদে আছেন গাজীর ঘনিষ্ঠ লোক হিসেবে পরিচিত হাজী দেওয়ান মাহমুদ। এ নিয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এমপি গাজীর সাথে হাজী দেওয়ান মাহমুদের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তারাব পৌরসভা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ বাদল ভূঁইয়া, রূপগঞ্জ থানা কৃষকদলের সহ সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। পাঁচ আগষ্টের পর জেলা কৃষকদলের আহŸায়ক কমিটি ঘোষণার পর কৃষকদলে পুনর্বাসিত হন এই দুই নেতা। এছাড়াও জেলা কৃষকদলের যুগ্ম আহŸায়ক আলী হোসেন, রুপগঞ্জ থানা কৃষকদলের সহ সভাপতি আসাদুল্লাহ, রূপগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল মিয়া দীর্ঘদিন আওয়ামী লীগের স্থানীয় এমপি গাজীর সাথে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীর সাথে তাদের একাধিক ছবি ও তাদের নামে প্রচারিত আওয়ামী লীগের পোস্টারের ছবি ভাইরাল হয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯