
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও পরিষদ পরিচালনায় অক্ষমতার অভিযোগ উঠেছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনাস্থা প্রকাশ করে বন্দর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের ১১জন সদস্য (মেম্বার)। ফলে অত্র ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিষদের ১১ জন মেম্বার স্বাক্ষরিত রেজুলেশনে সদস্যগণ জানান যে, ‘পরিষদের সদস্যদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমের কাজকর্মে বনিবনা হয়না। তিনি ইউনিয়ন পরিষদে তেমন একটা সময় দেন না। ব্যক্তিগত কাজের দোহাই দিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ান, ফলে জন্ম নিবন্ধন সহ বিভিন্ন নাগরিক সেবা বিঘিœত হয়। বিচার আচার ঠিকমতো করেন না। যে দু’চারটা অভিযোগ আসে অভিযোগকারী ও অভিযুক্ত কেউই কোন সমস্যার সুষ্ঠু সমাধান পাননা। বরং বিচার করতে গিয়ে তিনি নানা রকম অনিয়ম করে থাকেন। এতে ইউনিয়ন পরিষদের বদনাম হচ্ছে। পাশাপাশি সদস্যগণকে তিনি কোন কাজে সম্পৃক্ত করেন না, দূরত্ব বজায় রেখে চলেন এবং একক সিদ্ধান্তে কাজ করেন। ট্রেড লাইসেন্স করতে নির্ধারিত ফি এর বাহিরে অধিক অর্থ তিনি আদায় করেন মর্মে ব্যবসায়ী মহলের অভিযোগ আছে। এতে সদস্যগণ তার প্রতি অসন্তুষ্ট হয়ে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছেন। যদি তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ হতে অব্যাহতি প্রদান না করা হয় তবে সদস্যগণ তাকে কোন কাজে সহযোগিতা করবেনা। পাশাপাশি সদস্যগণের বক্তব্য হচ্ছে যদি অত্র ইউপি’র ২নং প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের সদস্য মনির হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয় তবে তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। এজন্য পরিষদের ১১ জন সদস্য মনির হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। এ বিষয়ে গতকাল দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘অনাস্থার বিষয়ে আমি এখনো কোন ডকুমেন্ট পাইনি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত সাপেক্ষে যদি প্রমাণীত হয় তাহলে উর্দ্ধতন কর্তৃপক্ষ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি আনীত অভিযোগ অসত্য হয় তাহলে বিষয়টি আমার দেখার আছে’। এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে’।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯