আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:২৩

দালাল চক্রের কবলে খানপুর হাসপাতাল: রাজীব

ডান্ডিবার্তা | ৩০ এপ্রিল, ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, খানপুর হাসপাতালে একটা চক্র তৈরি হয়েছে। এটা ভেঙে ফেলতে হবে। তাহলে খানপুর হাসপাতালের ঐতিহ্য ফিরিয়ে আনা সময়ের ব্যাপার মাত্র। এটা নারায়ণগঞ্জবাসীর জন্য উপকার হবে। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, হাসপাতালের বিষয়গুলো আপনারা দেখবেন, আপনাদের আন্তরিকতা রয়েছে। কিন্তু যারা এ কাজটা পরিপূর্ণ করে তাদের আন্তরিকতার ঘাটতি আছে। নয়ত এ ধরনের সমস্যা নারায়ণগঞ্জে দেখা যায় না। হাসপাতালে যেকোন সমস্যার জন্য গেলেই টেস্ট ধরিয়ে দেয়। শোনা যায়, তারা হয়ত এর থেকে পার্সেন্টেজ পায়। তিনি বলেন, অনেকে হসপিটালের অব্যাবস্থাপনার কথা বলা হয়েছে। একসময় এই খানপুর হাসপাতালে মানুষ দূর দূরান্ত থেকে আসত। অনেকে দেখতেও আসত, এটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিন্তু আজকের এ অবস্থা কেন হয়েছে। এটার পরিবেশ নষ্ট করার পেছনে অনেকেই জড়িত। কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন যাবৎ হাসপাতালটিতে এলাকার কিছু লোক গত ত্রিশ পয়ত্রিশ বছর ধরে ঔষধ বানিজ্যসহ বিভিন্ন কাজের সম্পৃক্ত রয়েছে। এদের সমন্বয়ে একটি চক্র গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, আমরা শুনেছি সরকার থেকে অনেক ঔষধ দেয়া হলেও যোগসাজশের কারণে হয়ত পঞ্চাশটি ঔষধ দেয়া হয় বাকিগুলো না দিয়েই বিল করা হয়। আপনারা খতিয়ে দেখলে এগুলোর সত্যতা পাবেন। হাসপাতালের একশো দেড়শো গজের মধ্যে অনেকগুলো ক্লিনিক আছে। এদের সাথে হাসপাতালের অফিস স্টাফরা জড়িত। তারাই এই ক্লিনিকের মালিক। যেভাবে হাসপাতালে বসে থাকে এবং ডাক্তারের রুম থেকে বের হলেই যেভাবে প্রেসক্রিপশন ধরে টানাটানি হয়। এগুলো কেন হবে। তিনি বলেন, সরকারি হাসপাতালের সুযোগটাকে এমন ভাবে ডাইভার্ট করা হয় যেন আপনারা ক্লিনিকে যান। সেই ক্লিনিকগুলোও মানসম্মত না। নারায়ণগঞ্জে হার্টের মিনিমাম কোন চিকিৎসার ব্যাবস্থা নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা