
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যা হাসপাতাল ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “আমাদের জেলায় কিডনি ও হার্ট বিভাগের প্রয়োজন রয়েছে। এখানে আইসিইউ থাকলেও জনবল না থাকায় সেটি চালু করা যাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে দ্রæত পদক্ষেপ নেওয়ার আহŸান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আপনারা আমাদের সঙ্গে মিলে কাজ করেন। প্রয়োজনে আমরা রাস্তায় নেমে এক সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জে আইসিইউ চালু করতে চাই। আমরা স্বাস্থ্য উপদেষ্টার কাছে দাবি জানাব, অন্যথায় রাস্তায় থেকে আন্দোলন করবো।” তিনি অভিযোগ করে বলেন, “রাতে দায়িত্বরত নার্সদের যেন নিরাপত্তাহীনতায় না থাকতে হয়—সে পরিবেশ তৈরি করতে হবে। শুধু আনসার দিয়ে হবে না, দুই হাসপাতালে বিকালের পর থেকে পুলিশের গাড়ি দিতে হবে। এতে দালাল ও মাদকসেবীদের দৌরাত্ম কমবে।” অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, “হাসপাতালের টয়লেটে টিস্যু ও সাবান নেই, বিছানার চাদর পরিষ্কার নয়—এগুলো নিশ্চিত করতে কোনো বাজেটের দরকার নেই। রোগীদের ওষুধ দিলে হবে না, তাদের সুস্থ রাখার পরিবেশও নিশ্চিত করতে হবে। এমন সেবা দিলে মানুষ হাসপাতালের প্রতি আস্থা পাবে।” তিনি বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পর মানুষ কী পেয়েছে? আমরা কর দিচ্ছি, কিন্তু সেবার জন্য আন্দোলন করতে হচ্ছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, বরং চাই জনগণের সেবক হিসেবে আপনাদেরকে দেখতে।” সভায় আরও উপস্থিত ছিলেন: সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত¡াবধায়ক ডা. মো. আবুল বাসার, ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. জহিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯