
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরে রাহিম (২০) নামে এক যুবককে নিশংস ভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। গত মঙ্গলবার গভীর রাতে লাঙ্গলবন্দ দক্ষিণ বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহিমকে প্রতিবেশী প্রবাসী বিল্লালের বাড়িতে চোর আখ্যা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে শরীরে লবন ও গুড়ো মরিচ মেখে মাটিতে ফেলে রাখে। সকালে পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেগতি দেখে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালে নিয়ে ভর্তি করে। গতকাল বুধবার দুপুরে সে চিকিৎসাধিন অবস্থা মারা যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী হাবিবা আক্তার গুরুতর আহত হয়। তাকে বন্দরের মদনপুর আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাহিমের মা রাশিদা বেগম জানান, প্রতিবেশী মৃত-রহিমউদ্দিন প্রধানের ছেলে ইকবাল গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত দেড় টার দিকে ছেলের ডাক চিৎকার শুনে ঘুম থেকে ওঠে দৌড়ে ইকবালের বাড়িতে গিয়ে দেখি ছেলের শরীরের কাটা স্থানে মরিচের গুড়া ও লবন লাগানো হচ্ছে। এঅবস্থা আমার চোখের সামনে ইকবাল, রমজান, আমজাদ, মাসুদ, বাধন, সালাউদ্দিন ও শিল্পি সহ ১০/১২ জন মিলে ইট দিয়ে মাথায় আঘাত করে মাথা থেঁতলে দেয়। আমি এ হত্যার বিচার চাই। এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত রাহিম ইট বালু বহনকারী পিকআপ চালক। ইকবালের বড় ভাই বাহরাইন প্রবাসী বিল্লাল মিয়ার স্ত্রী হাবিব আক্তারের সঙ্গে রাহিমের পরকীয়া এ সন্দেহে তাকে চোর আখ্যা দিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে ইকবাল ও তার পরিবারের লোকজন। প্রবাসী বিল্লালের মা আক্তার বানু জানান, আমি এশার নামাজের সময় আমার ছেলে বিল্লালের বির্ল্ডিয়ের গেইট বাইরে থেকে তালা দিয়ে চাবি আমার কাছে রেখে আমার ঘরে গিয়ে নামাজ আদায় করে ঘুমিয়ে ছিলাম। রাহিম চুরি করার জন্য কখন কিভাবে আমার ছেলের ঘরে প্রবেশ করেছে আমি জানিনা। আমার পুত্রবধুর চিকৎকার শুনে আমি লোকজন ডাক দিলে এলাকাবাসী এসে রাহিমকে গণপিটুনি দেয়। এর বেশী কিছু জানিনা। স্থানীয় একটি সূত্র জানায়, ইকবাল তার ভাবিকে বøাকমেলিং করার জন্য রাহিমকে তার ভাবির ঘরে ঢুকিয়ে গভীর রাতে চোর আখ্যা দিয়ে এলাকাবাসীকে জড়ো করে। এ সময় এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এসময় হামলাকারীরা রাহিমকে পিটিয়ে ও কুপিয়ে শরীরে লবন ও মারিচের গুড়া মাখিয়ে মাটিতে ফেলে রাখে। এ ব্যপারে ঘটনাস্থলে যাওয়া বন্দরের কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, রাহিমকে চোর আখ্যাদিয়ে এলাকাবাসী গণপিটুনি দিয়ে ফেলে রেখেছিল। আমিসহ আমার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। দুপুরে সে মারা গেছে। এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ওই বাড়িতে চুরির ঘটনার কোনো আলামত পাওয়া যায়নি। তবে নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত সম্ভব্য সকলেই পালিয়ে গেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯