আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৯:৩৬

কিছু কিছু উপহার অনেকের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়: প্রফেসর শওকত আকবর

ডান্ডিবার্তা | ০১ মে, ২০২৫ | ১১:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪ এ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও রৌশন আনোয়ার ফাউন্ডেশনের পরিচালক ইমরুল কায়েস ইমনের সার্বিক পৃষ্ঠপোষকতায় গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রৌশন আনোয়ার ফাউন্ডেশনের পরিচালক ও মালিবাগ কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রফেসর শওকত আকবর বলেন, ‘যাদের সন্তানরা আজকে বৃত্তি পেলো তাদের অভিভাবকরা আজ গর্বিত। তারা যখন বড় হবে তখন আজকের এই স্মৃতিকে তারা স্মরণ করবে। আমাদের রৌশন আনোয়ার ফাউন্ডেশনকে মনে রাখায় ও আপনাদের পাশে রাখায় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা পাশে আছি। কিছু কিছু অনুপ্রেরণা ও উপহার অনেকের জীবনে টার্নিং পয়েন্ট হয়ে দাড়ায়, যা তার মেধা বিকাশে ও তাকে অদম্য গতিতে এগিয়ে যেতে সাহায্য করে। বৃত্তি হলো তার মধ্যে অন্যতম। কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বেশী থাকে তাই শিক্ষার্থীদেরকে পড়ানোর আগ্রহ তাদের বেশী থাকে। তাই শিক্ষার প্রসারে কিন্ডারগার্টেনগুলো অনেক ভূমিকা রাখছে। অভিভাবকদেরকে তাদের সন্তানদের প্রতি আরো যতœবান হতে হবে ও তাদের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে। আমি সকলের মঙ্গল কামনা করছি’। এসময় প্রধান আলোচক হিসেবে বন্দর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম ও উদ্বোধক হিসেবে নাজিমুদ্দীন ফকির চাঁন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক নাজিমুদ্দীন ফকির চাঁনের পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারি শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা বোরহান উদ্দিন, মুছাপুর ইউপি’র ৪নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব রহমান হৃদয়, সমাজসেবক নিজাম হোসেন, প্রাইম কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান মাষ্টার, স্টাডি কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পরিচালক আব্দুল জলিল ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক আউয়াল হোসেন, দেশ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসেন, সুলতানা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ ও বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এসময় বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব হাসান কবির, অর্থ ও শিক্ষা সচিব সিদ্দিকুর রহমান সহ সম্পৃক্তরা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। যেখানে অত্র এসোসিয়েশনের মাধ্যমে ২৬টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ জন ট্যালেন্টপুলে ও ১০০ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হন এবং অত্র অনুষ্ঠানে মোট ১৮২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকেই পুরস্কৃত করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা