আজ বুধবার | ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ৮ জিলকদ ১৪৪৬ | রাত ১০:১৮

ফতুল্লায় ভিপি নুরের সমাবেশে নেতাকর্মীদের হাতাহাতি

ডান্ডিবার্তা | ০৩ মে, ২০২৫ | ৭:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সমাবেশে নেতাকর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ফতুল্লার পঞ্চবটি এলাকায় জেলা ও মহানগর যুব অধিকার পরিষদের উদ্দ্যেগে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলে ভিপি নুর উপস্থিত হওয়ার কিছুক্ষন পর মঞ্চের বামপাশে এ বিশৃঙ্খলা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভিপি নুর সমাবেশে আসলে ¯েøাগান দিয়ে তার পিছন পিছন আরও নেতাকর্মীরা আসেন। এসময় ভলেন্টিয়ারা তাদের পরিচয় জানতে চাইলে উত্তেজনার সৃষ্ঠি হয়, যা এক পর‌্যায় হাতাহাতিতে রূপ নেয়। পরবর্তিতে মঞ্চ থেকে আহŸবান জানালে পরিস্থিতি শান্ত হয়। এরপর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর বলেন, ‘শামীম ওসমানদের আমলে নারায়ণগঞ্জ ত্রাসের রাজত্ব হিসেবে পরিচিতি পেয়েছিল। শামীম ওসমানরা প্রতিবার ক্ষমতার পালাবদলের পর পালিয়ে যায় আর নতুন শামীম ওসমানরা মাথা চাড়া দিয়ে ওঠে। আর কোন শামীম ওসমান যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য আপনারা সোচ্চার থাকবেন। যে গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে, ত্রিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে। আওয়ামী লীগ যে নৃশংস গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ নিষিদ্ধের কোন লক্ষণ আমরা দেখছি না। আমরা বলতে চাই আওয়ামী লীগের বিষয়ে দ্রæত সিদ্ধান্ত নিতে হবে। শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা