
ডান্ডিবার্তা রিপোর্ট
কয়েক দিন পুলিশের ধরপাকর থেমে থাকলেও আবার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারীদের ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারে তৎপর হয়েছে পুলিশ। গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় ৫জনকে গ্রেফতার করেছে। আর এতে করে আত্মগোপনে থাকা ও ইতিমধ্যে এলাকায় ফিরে আসা আওয়ামলিীগ কর্মীরা আতঙ্কে রয়েছে। বন্দরে ডেভিল হান্ট অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদকসহ ২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত ইউনুস বেপারী ছেলে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন (৫৮) ও বন্দর উইলসন রোড রেলী আবাসিক এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে যুবলীগ নেতা উজ্জ্বল (৩৮)। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার একরামপুর এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জলকে ও সোনাকান্দাস্থ বিস্কুট কারখানার ভিতরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামীলীগ নেতা আবেদ হোসেনকে গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক যুবককে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার ঘটনায় হত্যাচেষ্টার মামলার এজাহার ভুক্ত আসামি (৩৬ নং আসামি) তাঁতী লীগ নেতা আলী মিয়া ও (১৯ নং আসামি) ছাত্রলীগ নেতা আল আমিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন মামলার এজাহারভুক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫নং ওয়ার্ডের পূর্ব কলাবাগ এলাকার তাঁতী লীগ নেতা আলী মিয়া ও ছাত্রলীগ নেতা আল আমিনকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডস্থ বিদ্যুৎ অফিস, ভুমী পল্লীর সামনে আগ্নোয়াস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করে অনবরত গুলি করে। এসময় প্রাণ রক্ষার্থে দৌড়াইয়া পালাইয়া যাওয়ার সময় আগ্নেয়াস্ত্রের একটি গুলি মো: জসিম নামে এক যুবকের বাম হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে ২০০ অজ্ঞাত আসামি করে মামলা করা হয়। এছাড়াও ছাত্রলীগ নেতা আল আমিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রাব্বী মিয়া (২২) নিহতের ঘটনায় এজাহার ভুক্ত (২০নং আসামি) ছাত্রলীগ নেতা আল আমিন। এছাড়াও তাঁতী লীগ নেতা আলী মিয়া’সহ তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা বিভিন্ন অপরাধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়। এলাকাবাসী সুত্রে জানা যায়, স্বৈরাচারী আওয়ামী সরকার ক্ষমতা কালীন সময়ে তাঁতী লীগ নেতা আলী মিয়া, ছাত্রলীগ নেতা আল আমিন ও যুবলীগ নেতা আমিনুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরে ছিলো সাধারণ মানুষ। এসকল আসামিদের সর্বোচ্চ বিচারের দাবি করেছেন এলাকাবাসী। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ডেবিল হান্ট’ পরিচালনার অভিযোগে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের নেতা ও কাঁচপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছিরউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁ থানার পুলিশ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজউদ্দিন। তিনি জানান, “নাছিরউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে। পুনরায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামীলীগের কর্মীরা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯