
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে মৌসুমের আগেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। অতিরিক্ত গরম এবং থেমে থেমে বৃষ্টি এডিস মশার বংশবৃদ্ধির জন্য অনুক‚ল পরিবেশ তৈরি করায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ কিছুটা বাড়তে শুরু করেছে। যদিও ডেঙ্গু ওয়ার্ডের সুনির্দিষ্ট তথ্য এই মুহূর্তে পাওয়া না গেলেও, স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, মার্চ মাসের তুলনায় এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই সময়ে পরিস্থিতি উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু ভাইরাসের লক্ষণগুলো এবারও একই রকম। জ্বর হলেই দ্রæত এনএসওয়ান পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আক্রান্তদের অভিজ্ঞতা বলছে, জ্বর, বমি ও মাথাব্যথার পাশাপাশি মুখ দিয়ে রক্তক্ষরণের মতো গুরুতর লক্ষণও দেখা যাচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিকে ডেঙ্গুর বিস্তার এবং এডিস মশার প্রজননের জন্য অত্যন্ত অনুক‚ল। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে এখনই সতর্ক হওয়ার এবং যেখানেই পানি জমে আছে, সেই কন্টেইনারগুলো দ্রæত অপসারণ করার আহŸান জানিয়েছেন। তার মতে, মে মাসে যথাযথ উদ্যোগ নিলে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করা সম্ভব এবং ডেঙ্গু প্রতিরোধ করা যেতে পারে। এ বিষয়ে সিটি কর্পোরেশন ১৩নং ওয়ার্ড বাসিন্দা মো. আল মেহেদী জানায়, নারায়ণগঞ্জেও মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। ঢাকা সিটি কর্পোরেশন ইতিমধ্যেই মশা মারতে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে এবং সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু ইউনিট খোলার আহŸান জানিয়েছে। তাদের নগর স্বাস্থ্য কেন্দ্র এবং মাতৃসদন কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। নারায়ণগঞ্জেও এই ধরনের পদক্ষেপ ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। গরম ও বৃষ্টির এই মিশ্র আবহাওয়ায় নারায়ণগঞ্জের বাসিন্দাদের মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির আশেপাশে জল জমা রোধ করা, মশারী ব্যবহার করা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রæত চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য। দ্রæত পদক্ষেপ না নিলে নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও মেডিকেল অফিসার’র মুঠোফোনে একাধিক ফোন করা হলে, তাঁরা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯