
ডান্ডিবার্তা রিপোর্ট
রাষ্ট্র সংস্কারে সংবিধান সংস্কার কমিশনের করা বেশ কিছু মৌলিক প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। অন্তর্র্বতীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার কথা বললেও বিএনপি অনড় আগামী ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে। কাঙ্খিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি আদায়ে সরকারকে চাপে রাখার কৌশল নিয়েছে দলটি। ইতিমধ্যে নির্বাচনমুখী হওয়ার দিকনির্দেশনা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড। যাকে ঘিরে জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নির্বাচনের ব্যাপারে জনগণের মধ্যে দলের ইতিবাচক মনোভাব সৃষ্টি করতে চাচ্ছে বিএনপি। এ জন্য মাঠে নামানো হচ্ছে নেতা-কর্মীদের। যা নিয়ে উজ্জ্বীবিত মনোনভাব নিয়ে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।
ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে কয়েক গ্রæপ লক্ষ্য করা গেলে ও যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকায় ছিলো তারাই মাঠে বর্তমানে ও অবস্থান করছেন। তা ছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের তরুণেরা বর্তমানে মাঠ বিমুখ হয়ে পরেছেন। দলীয় কোন প্রেগাম বর্তমানে দেখা মিলে না যুবদল, স্বেচ্ছাসেবক দলের। তা ছাড়া নারায়ণগঞ্জে কোন কমিটিই নেই ছাত্রদলের। এদিকে ইতিমধ্যে জেলা ও মহানগর যুবদলে ৩ গ্রæপ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলে ২ গ্রæপ, জেলা ও মহানগর ছাত্রদলে একাধিক গ্রæপ রয়েছে। এর মধ্যে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি থাকলে ও এদের মধ্যে নেই ঐক্যবদ্ধতা যাকে ঘিরে বিএনপির তরুণদের নিয়েই চিন্তিত নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া ও চলমান নতুন রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের সক্রিয় ভূমিকা থাকার সম্ভাবনা দেখছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ কারণে নাগরিকদের মধ্যে তরুণসমাজের ধারে ধারে যাওয়ার জন্য নারায়ণগঞ্জের তরুণ নেতাকর্মীরা প্রস্তত নয়। এদিকে জেলা ও মহানগর কেন্দ্রিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মশালার অংশ হিসেবে ৩১ দফা রূপরেখা নিয়েও জুম ক্লাস হলে ও সেখানে যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি ছিলো স্বল্প পরিসরে। যাকে ঘিরে বোঝাই যাচ্ছে বিএনপির তরুণ নেতারা বর্তমানে শুধু নির্বাচন ও মাঠই নয় নির্বাচন থেকে বিমুখ অবস্থায় রয়েছে। এবার বর্তমানে যে যার যার মতো করেই ব্যবসা বাণিজ্যে ও দখলে মগ্ন হয়ে আছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে নারায়ণগঞ্জের তরুণ নেতাকর্মীদের মধ্যে সকলেই হাট-ঘাট, জুট সেক্টর নিয়ন্ত্রণ, জায়গা দখল করে দোকান, স্কুল কমিটি, টেন্ডারবাজি-স্ট্যান্ডসহ বহু অপকর্ম বলা চলে সবই নিজ দখলে রেখেছেন বিএনপির তরুণ নেতারা। এদিকে শুধু বিএনপির নেতৃবৃন্দরাই নয় বার বার সুনির্দিষ্টভাবে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য অর্ন্তর্বতীকালীন সরকারের প্রতি আব্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তা ছাড়া বিএনপির দলীয় নেতাকর্মীরা ইতিমধ্যে প্রতিটি কর্মসূচি বা নিজস্ব পোগ্রামে ও অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানা বক্তব্যে দিয়ে দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার হুঁশিয়ারী দিয়ে গেলে ও ইতিমধ্যে বিএনপির তরুণ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দলীয় কর্মকাÐ নয় নিজস্ব কর্মকাÐেই ব্যস্ত সময় পাড় করছেন। এদিকে বিএনপির একাধিক নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করলে তারা বলেন, এদিকে রাজনীতি ও নির্বাচনের ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলা হলে ও উভয় পক্ষই বর্তমানে দ্ব›েদ্ব জড়িয়ে রয়েছেন। যাতে ঘিরে বিএনপির বিভিন্ন ধাপে ধাপে ভাঙন অবস্থায় রয়েছে। এদিকে বর্তমানে বিএনপি নির্বাচনমুখী অবস্থায় রয়েছে যাকে ঘিরে এখন দলটির নেতাকর্মীরা জনগণের আস্থা অর্জনের জন্য মাঠে থাকতে বলা হলে ও নিজেরাই দ্ব›েদ্ব রয়েছে। তা ছাড়া তারেক রহমানের ঘোষণা অনুযায়ী তরুণরাই রাজপথে থাকবে এবং ভোটার টানতে ভূমিকা রাখবে কিন্তু এরাই বর্তমানে মাঠ বিমুখ অবস্থায় রয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯