আজ বুধবার | ৭ মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ৮ জিলকদ ১৪৪৬ | রাত ১১:৪৯

বন্দরে গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়ছে আ’লীগের নেতা কর্মীরা

ডান্ডিবার্তা | ০৪ মে, ২০২৫ | ৯:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনকে তার বিস্কুট ফ্যাক্টরি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১ মে বিকালে বন্দরের একরামপুর থেকে আবেদকে গ্রেপ্তার করা হয়। একই দিন বন্দর থানা যুবলীগ নেতা উজ্জলকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তার সংবাদে বন্দর থানা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার উপর হামলার মামলার আসামী পাশাপাশি পদধারী নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছেন। গত ৪ ফেব্রæয়ারি বন্দর উপজেলায় আওয়ামী লীগের কর্মসূচির লিফলেট বিতরণে ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এর আতংকে বন্দরে আওয়ামীলীগের রাজনীতি স্থবিরতা হয়ে পড়ে। ছাত্র-জনতার হতাহত মামলায় আসামী হওয়া নেতারা পালিয়ে গেলেও অন্যান্য আত্মগোপনে অবস্থান নেয়। ১৬ ফেব্রæয়ারি কলাগাছিয়া থেকে গ্রেপ্তার হন ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন। ১৮ দিন পর বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন গ্রেপ্তার হন। তারা দুইজনই দীর্ঘ সময়ে কারাবন্দি হয়ে জামিনে মুক্ত হয়েছেন। এর আগে গত বছর ৩ অক্টোবর সাবেক কাউন্সিলর ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম গ্রেপ্তার হন। গত বছরের ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি ও মদনপুর ইউপি সাবেক চেয়ারম্যান গাজী এম এ সালাম, ধামগড় ইউপি সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুম আহম্মেদ, বন্দর থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, সভাপতি প্রার্থী হুমায়ূণ কবির মৃধা, যুবলীগ নেতা খান মাসুদ সহ নেতারা আত্মগোপনে চলে যান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা