আজ বৃহস্পতিবার | ৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ৯ জিলকদ ১৪৪৬ | রাত ১২:৫১

নাসিক ২৪নং ওয়ার্ডে মহল্লার রাস্তায় ভাড়ী গাড়ি চলাচলে ভোগান্তিতে এলাকাবাসী

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৫ | ৯:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের নাসিক ২৪নং ওয়ার্ডে অতিরিক্ত ওজনবাহী মালের গাড়ি চলাচলে সড়কের নাজুক অবস্থাসহ সড়কে যানজটে নাজেহাল হচ্ছে স্থানীয়রা। বর্তমানে এসএসপি পরীক্ষা চলমান। এ সকল মালবাহী গাড়ির কারনে যানজট সৃষ্টি হয়ে পরীক্ষার্থীদের সময়মত পরীক্ষা কেন্দ্রে পৌছতে বিঘœ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। নাসিকের ২৪নং ওয়ার্ডে ২টি কোম্পানী রয়েছে। কোম্পানীগুলি হলো এসিআই ও আকিজ। এ দুই কোম্পানীর তৈরী পন্য বড় বড় কন্টেইনার ভরে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আর কোম্পানী দুটির একটি আমিরাবাদে আরেকটি দেওলীতে অবস্থিত। এসিআই কোম্পনী মদনগঞ্জ-মদনপুর সড়ক থেকে দাশেরগাঁও-চৌড়াপাড় রাস্তাটি ব্যবহার করে। এ রাস্তাটির পাশে রয়েছে কবি নহজরুল ইসলাম সরকারি প্রাথকিম বিদ্যালয়। সড়কটি মহল্লার ভিতর দিয়ে নির্মিত। অপরটি মদনগঞ্জ-মদনপুর সড়ক থেকে আমিরাবাদ স্ট্যান্ড দিয়ে মহল্লার ভিতর দিয়ে কোম্পানী এসে পৌছে। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এ সকল সড়কগুলির ওজন ধারন ক্ষমতা ৫/৭ টন। কিন্তু এ সড়কগুলি দিয়ে চলাচল করছে ২৫/৩০ টন ওজন নিয়ে মালবাহী গাড়ি। যার কারণে সড়কগুলি অল্পদিনে ভেঙ্গে যাচ্ছে। সেই সাথে এ সড়ক দিয়ে মহল্লাবাসী ছোট যানবাহনে চলাচল করে সেহেতু মহল্লার ভিতরে হওয়ায় রাস্তাগুলি সরু। আর একটি মালবাহী গাড়ি মহল্লার সড়কে প্রবেশ করলে লেগে যায় যানজট। এ ব্যপারে আমিরাবাদ এলাকার আসলাম জানান, আমার কন্যা এসএসসি পরীক্ষার্থী। আকিজের গাড়ির কারণে প্রায় সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আর যানজট লেগে গেলে পরীক্সার্থীরা সময় মত পরীক্ষা কেন্দ্রে পৌছতে হিমশিম খেতে হয়। দেওলী এলাকার আবুল কালাম বলেন, মহল্লার সড়ক দিয়ে এসিআই কোম্পনাীর গাড়ি প্রবেশ করলেই আর কোন গাড়ি যেতে পারে না। বড় গাড়িকে সাইড দিতে ছোট গাড়িকে অনেক ভোগান্তি পোহাতে হয়। সেই সাথে মহল্লার ভিতরে দিয়ে ভারি গাড়ি চলাচল মৃত্যুর ঝুঁকি ামাদের সার্বক্ষনিক তারা করে বেড়ায়। আমরা সব সময় আতঙ্কে থাকি। এ ব্যপারে নাসিক ২৪নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুমন জানান, আমি কিছু দিন আছে এ দায়িত্বে এসেছি। কিছু দিন আগে এলাকাবাসীর পক্ষে এ এলাকায় ভাড়ি গাড়ি চলাচলের সমস্যা নিয়ে অভিযোগ দিয়েছে। এ প্রেক্ষিতে আমাদের অফিস থেকে মোস্তাফিজুর রহমান সড়কগুলি পরিদর্শন করেছেন। তিনি এখনো রিপোর্ট দেননি। রিপোর্ট পাওয়ার পর আমরা ব্যবস্থা নেব। এ বিষয়ে এসিআই ও আকিজ কোাম্পনীর সাথে যোগাযোগ করতে গেলে গেইটের দারোয়ান কর্তৃপক্ষের অনুমতি নেই বলে ভিতরে প্রবেশ করতে দেননি। এদিকে এলাকাবাসী তাদের সমস্যা লাঘবে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা