আজ সোমবার | ২৬ মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৭ জিলকদ ১৪৪৬ | সকাল ৭:০৬

সোনারগাঁয়ে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই

ডান্ডিবার্তা | ০৭ মে, ২০২৫ | ১০:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদা প্রাইভেটকারযোগে অটোরিকশা গতিরোধ করে রোমা আক্তার নামের এক যাত্রীর কাছ থেকে ৭লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকা থেকে ছিনতাইকারীরা এ টাকা ছিনিয়ে নেয়। ভূক্তভোগী রোমা আক্তার সোনারগাঁ পৌর এলাকার গোয়ালদী গ্রামের মো. মামুন মিয়ার স্ত্রী। ভূক্তভোগী রোমা আক্তার জানান, মোগরাপাড়া চৌরাস্তার ইসলামি ব্যাংক থেকে গতকাল মঙ্গলবার তিনি জমি ক্রয়ের বায়না দেওয়ার জন্য ৭ লাখ ৫০হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি তার বড় বোন জামাই পলাশ আহম্মেদকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও কার্যালয়ে ঋণের ১০হাজার টাকা কিস্তি পরিশোধের জন্য ব্র্যাক এনজিওতে যাচ্ছিলেন। পথে তার বহনকারী অটোরিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট সাদিপুর ব্র্যাক এনজিও কার্যালয়মুখী রাস্তায় পিছন থেকে আসা একটি সাদা রংয়ের প্রাইভেটকার তাদের পথ গতিরোধ করে সাথে থাকা ৭ লাখ ৪০ হাজার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ঢাকামুখী সড়কে পালিয়ে যায়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন বৈরাগী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পার্শ্ববর্তী একটি কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গাড়ি নাম্বার ও ছিনতাইকারীদে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে মহাসড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের সনাক্তের চেষ্টা চলছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খাঁন বলেন,ছিনতাইয়ের খবর শুনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশা করি দ্রæত ছিনতাইকাজে ব্যবহৃত প্রাইভেটকার সনাক্ত করে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা