আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | সকাল ৯:৪৫

স্বামীর সংসার করার দাবিতে স্ত্রীর অনশন

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৫ | ৯:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামী ইমন মিয়ার বাড়িতে অনশনে বসেন সনিয়া নামে এক তরুনী। গতকাল বুধবার দুপুরে উপজেলায় বালিয়াপাড়ার ভাটি গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুনীকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে ইমন মিয়া পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন। অভিযুক্ত স্বামী ইমন মিয়া উপজেলায় বালিয়াপাড়ার ভাটি গোবিন্দপুর এলাকার আব্দুস সাত্তার মিয়ার ছেলে। ভুক্তভোগী সনিয়া সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের রাউতগাঁও এলাকার মৃত শরিফুল ইসলামের কলেজ পড়ুয়া মেয়ে। সনিয়ার অভিযোগ ইমন মিয়া প্রতারণার মাধ্যমে তিন লাখ টাকা দেনমোহ ধার্য করে জোর পূর্বক তাকে বিয়ে করেছেন। তিনি জানান, আমার সসাথে ইমনের প্রেমের সম্পর্ক ছিলো ৯ মাসের। একপর্যায়ে আমার মা ইমনকে বলে তুৃমি বাসায় থেকে লোক পাঠাও বিয়ের জন্য। তারপর ইমনের বাসা থেকে লোক পাঠায় ইমনের বাড়ির লোকজন আমাকে পছন্দ করে নাই। তার কিছুদিন পর ইমন আমার কাছে গিয়ে পা ধরে কান্নাকাটি করে আমাকে বিয়ে করতে চায়। পরে গত ১১ অক্টোবর ২০২৪ তারিখে আমি আর ইমন ঢাকা কোর্ট এ নোটারী করার মাধ্যমে বিয়ে করি। চিটাগাংরোড বাসা ভাড়া করে ৫দিন আমরা সংসার করি। তারপর বাসা আসে ইমন ২য় বিয়ে করে। আমি আজ এখানে আসছি স্বামীর অধিকার আদায় করার জন্য। আমি আমার স্বামীর অধিকার চাই। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই তরুনীকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। সামাজিক ভাবে একটা ব্যবস্থা নেওয়া কথা বলা হয়ছে। থানায় এখনও কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা