আজ বৃহস্পতিবার | ৮ মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ৯ জিলকদ ১৪৪৬ | রাত ৮:১০

অগ্নিঝুঁকিতে না’গঞ্জের অভিজাত রেস্তোরাঁগুলি

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৫ | ৯:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে অগ্নিঝুঁকিতে রয়েছে অভিজাত রেস্তোরাগুলি। কারণ এ সকল রেস্তোরাগুলির ভবনগুলি আবাসিক হিসাবে নির্মিত। পরে কিছু দেয়াল ভেঙ্গে রূপান্তারিত করা হয় অভিজাত রেস্তোরায়। নারায়ণগঞ্জের বেশ কয়েকটি বহুতল ভবনে স্থাপন করা হয়েছে একাধিক অভিজাত রেস্তোরাঁ যার অধিকাংশই আবাসিক ভবনে স্থাপিত। আবাসিক ভবনে বাণিজ্যিক স্থাপনা নিষেধ থাকলেও তা উপেক্ষা করা হয়েছে সকলের সামনে। একই সাথে বহুতল ভবনে একাধিক সিড়ি স্থাপনের বিধিমালা থাকলেও তা মানে না ভবন মালিকেরা। ওইসব আবাসিক বহুতল ভবনগুলোকে বাণিজ্যিক ভবনে রূপান্তরিত করা হলেও বেশিরভাগ বহুতল ভবনে নেই অগ্নি নির্বাপক সরঞ্জাম। এক বছর আগে রাজধানীর বেইলি রোডে একটি অনুমোদনহীন বাণিজ্যিক ভবনের রেষ্টুরেন্টে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর পরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। ওই ঘটনার পরে রাজধানী ঢাকার লগোয়া বাণিজ্য নগরী নারায়ণগঞ্জেও রেস্তরাগুলোতে নানা অনিয়মের চিত্র ফুটে উঠে। গেল বছরে বেইলী রোডে মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনার পরে নারায়ণগঞ্জেও বেশ কিছুদিন প্রশাসনের তৎপরতা দেখা গিয়েছিল। তবে কিছুদিন যেতে না যেতে আবারো পূর্বের চিত্রই বিরাজ করতে থাকে। এরই মধ্যে সোমবার ৫ মে রাতে রাজধানীর বেইলী রোডে আবারো একটি রেষ্টুরেন্ট ভবনে আগুনের ঘটনা ঘটেছে। ফলে নারায়ণগঞ্জেও রেস্তরায় ভোজন বিলাসীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। জানা গেছে, গত ২০২৪ সালের ২৯ ফেব্রæয়ারী রাজধানীর বেইলী রোডে একটি বহুতল ভবনে লাগা আগুনে ৪৬ জন প্রাণহানির পরে নারায়ণগঞ্জেও বহুতল ভবনগুলোতে বিরাজ করছে আগুন আতঙ্ক। বেইলী রোডে অগ্নিকান্ডে ৪৬জন নিহতের পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় নির্মিত বহুল ভবনসমূহ অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ বিল্ডিং কোড নীতিমালা অনুযায়ী তৈরী করা হয়েছে কিনা এবং শহরে অবস্থিত রেষ্টুরেন্টসমূহে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও বিল্ডিং কোড নীতিমালা প্রতিপালন হচ্ছে কিনা তা পরিদর্শন পূর্বক যাচাই ও চিহ্নিতকরণসহ এসব বিষয়ে লিখিত প্রতিবেদন দাখিলের জন্য গত ৫ মার্চ একটি ৬ সদস্যের কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। যাতে আহবায়ক করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলামকে। এছাড়াও সদস্য হিসেবে রয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিকেল অফিসার ডা: শেখ মোস্তফা আলী, সহকারী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একজন উপযুক্ত কর্মকর্তা প্রতিনিধি হিসেবে, লাইসেন্স অফিসার সাজ্জাদ হাসান ও সেনেটারী ইন্সপেক্টর শাহিদা বেগম। এদিকে গত কয়েকদিন নারায়ণগঞ্জ শহরের বেশ কিছু বহুতল ভবনে অবস্থিত রেষ্টুরেন্ট ও ছাদগুলোতে অবস্থিত রুফটপ রেষ্টুরেন্টেও তদারকি অভিযান চালায় নাসিক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে টিম। গত ৫ মার্চ শহরের জাকির সুপার মার্কেটের চাঁদের পাহাড় ও সমবায় ব্যাংক মার্কেটের লাভিস্তা রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের পরিদর্শক টিম। এদিকে ইমারজেন্সি এক্সিট না থাকায় নারায়ণগঞ্জে ৭ টি রেস্টুরেন্টকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০২৪ সালের ১০ মার্চ বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত রাজউক অভিযান চালিয়ে শহরের চাষাড়া এলাকার এসকল রেস্টুরেন্ট এই জরিমান করা হয়। জরিমানা প্রাপ্ত রেস্টুরেন্টগুলো হলো- দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাউন বুফে অ্যান্ড পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দ্যা ডাইনিং লাউঞ্জ ও সিরাজ চুইজাল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তৎকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এই বিল্ডিংটি পরিদর্শন করে দেখা গেছে এটি আবাসিক ভবন হিসেবে অফিস কমপ্লেক্স হিসেবে থাকার কথা। কিন্তু অফিস কমপ্লেক্সের পরিবর্তে তারা রেস্টুরেন্ট পরিচালিত করেছে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ইমার্জেন্সি এক্সিট টা সঠিকভাবে ব্যবহার করছে না। সেটায় প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা প্রত্যেককে জরিমানা করেছি। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে সেটি অপসারণ করার জন্য বলা হয়েছে। এদিকে এক বছরের অধিক সময় পেরিয়ে গেলেও আবাসিক বহুতল ভবনকে বাণিজ্যিক ভবনে পরিণত করা ওইসব ভবনগুলোর বিষয়ে সমন্বিত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। যদিও স¤প্রতি রাজউকের চেয়ারম্যান নারায়ণগঞ্জে রাজউকের নিজস্ব কার্যালয় উদ্বোধন করতে এসে নারায়ণগঞ্জেও সমন্বিত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন। আমরা নারায়নগঞ্জবাসীর সভাপতি হাজী নূর উদ্দিন বলেন, ‘অসংখ্য মানুষ নারায়ণগঞ্জ শহরের ভবনগুলোতে ঝুঁকি নিয়ে বসবাস করছে এবং অফিসিয়াল কাজ করছে। এসব ভবনে অগ্নিঝুঁকি মোকাবেলায় সর্বদাই উদাসীনতা দেখতে পাই। সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তভাবে তদারকি করলে এই ঝুঁকি অর্ধেকের বেশী কমিয়ে আনা সম্ভব। পাশাপাশি যেকোন পাবলিক প্লেসে একাধিক এক্সিট জরুরী। অন্যথায় আগুন ভূমিকম্পের মত ঘটনায় দ্রæত বের হতে গিয়ে হুড়োহুড়িতেও অনেকে আহত হন। রেস্তোরাঁ সহ অফিসগুলো আগুন মোকাবেলা করার জন্য প্রশিক্ষণের আওতায় আনা উচিত। আগুনের সূত্রপাত হবার পরপরেই নিভিয়ে ফেলা গেলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকার পাশর্^বর্তী নারায়ণগঞ্জেও যেকোন সময় অগ্নিকান্ডের মত দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানীর ঘটতে পারে। শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় তিনটি বহুতল আবাসিক ভবনে স্থাপন করা হয়েছে রেস্তোরাঁ। এর মধ্যে শ্রম অফিসের পাশের বহুতল একটি ভবনের পুরোটাই রেস্তোরাঁ ভবনে রূপ দেয়া হয়েছে। প্রতিটি রেস্তোরাঁ যেন কাঁচের বাক্সে বন্দি। একটি মাত্র সিড়ি ও লিফটের ব্যবস্থা রাখা হয়েছে এই ভবনে। সুলতাই ডাইন, ডাইনিং লাউঞ্জের মত অভিজাত রেস্তোরাঁগুলো চলছে ঝুঁকি মাথায় নিয়েই। আটতলা এই ভবনের পাশেই অবস্থিত দশতালা ভবনের নিচের তিনটি ফ্লোরে স্থাপন করা হয়েছে রেস্তোরাঁ। উপরে আবাসিক ভবন এবং নিচে বাণিজ্যিক স্থাপনা। কাচ্চি ভাই, সিরাজ চুইগোস্ত’র মত প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক ভবন এড়িয়ে ফ্লোর ভাড়া নিয়েছেন আবাসিক ভবনে। একই ভবনের পঞ্চম তলায় রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। ভাষা সৈনিক সড়কের শেষ প্রান্তে সাততলা একটি ভবনকে রেস্তোরাঁ ভবনের আদল দেয়ার চেষ্টা চলছে। ইতোমধ্যে তিনটি ফ্লোর ভাড়া নিয়েছে চিলক্স, পিজ্জাবার্গের মত খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো। কিন্তু এই ভবনটিতেও একটি মাত্র সিড়ি এবং লিফট রয়েছে। অগ্নিঝুঁকিতে থাকলেও এসব দেখেও যেন না দেখার ভান করে থাকে দায়িত্বরত প্রতিষ্ঠানগুলো। কেবল মাত্র ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন নির্বিঘেœ। দুর্ঘটনা বিশ্লেষকরা বলছেন, আগুনের মত দুর্ঘটনার ক্ষেত্রে রাজউক, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন সকলের সম্মিলিত ভাবে তদারকি প্রয়োজন। একটি দুর্ঘটনা ঘটলেই সবার টনক নড়ে। কিছুদিন আলোচনা হয়, দৌড়ঝাঁপ হয়, চিঠি চালাচালি হয়। তারপর সব আড়াল হয়ে যায়। মাঝে থেকে ঝুঁকিতে থেকে যায় শত শত মানুষের জীবন। কোটি টাকা খরচ করে ভবন নির্মান করলেও মালিকদের কাছে অগ্নি নিরাপত্তা এক উপেক্ষার বিষয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা