
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার মুসলিম নগর নয়াবাজার এলাকার দীর্ঘদিনের জ্বলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আগামী ৪৮ ঘন্টার মধ্যে জলাবদ্ধতা দুর করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীর দিয়েছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকালে মুসলিমনগর নয়াবাজার চার রাস্তার মোড়ে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন পালন করেন। এদিকে মুসলিমনগর এলাকার জ্বলাবদ্ধতা লাঘবের লক্ষ্যে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নারায়ণগঞ্জ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। মানববন্ধনে বক্তারা বলেন, মুসলিমনগর নয়াবাজার এলাকা একটি ঘনবসতি এলাকা হিসেবে পরিচিত। স্থানীয় লোকজন ছাড়াও এই এলাকায় দেশের ৬৪ জেলার কয়েক হাজার লোক বসবাস করেন। বিসিক শিল্পনগরীর পাশ্ববর্তী এলাকা হিসেবে নয়াবাজার এলাকার এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত করে থাকে। কিন্তু জলাবদ্ধতার কারণে পানি ভেঙ্গে চলাচল করতে বাধ্য হচ্ছে। হাজার হাজার নারী-পুরুষের শ্রমিকরা ময়লা পানি ভেঙ্গে কর্মস্থলে যেতে হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে অনেক বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এমনকি ব্যবসায়ীরাও পড়েছে বিপাকে। রাস্তায় পানি জমে থাকায় তাদের ব্যবসা ধ্বস নেমেছে। এছাড়াও রাস্তায় জমে থাকা ময়লা পানির কারণে মুসল্লীরা মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না। মানববন্ধনে মহানগর জামায়াতে আমির আবদুল জব্বার বলেন, দায়িত্বশীল কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রæত এই এলাকার জ্বলাবদ্ধতা দূর করতে হবে। তিনি আরো বলেন আমরা সব সময় জনগনের খেদমতে জনগনের সাথে থাকতে চাই, আমরা চাই একটি কল্যাণ রাস্ট্র। আপনারা আমাদের যদি সুযোগ দেন ইনশাআল্লাহ একটি ইনসাফ পূর্ণ দেশ উপহার দেবো। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা আবদুল মোমিন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, স্থানীয় মফিজুল ইসলাম স্বপন, সালেহ আহমদ, মোক্তার হোসেন, ডাক্তার আবুল হোসেন, আক্তার মুন্সি, মহিউদ্দিন, আলম প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯