আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | রাত ৩:৫১

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ২জন গ্রেফতার

ডান্ডিবার্তা | ১১ মে, ২০২৫ | ৯:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের ১০ তলা এলাকার মোস্তফা ফার্নিচারের সামনে চেকপোষ্ট বসিয়ে ১৯৫০পিস ইয়াবাসহ জিলানী ও হৃদয় নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত শুক্রবার রাত পৌনে ১২টায় এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিলানী কুমিল্লা সদর ভল্লপুর এলাকার মো.চারু মিয়ার ছেলে এবং হৃদয় একই থানাধীন রামধনপুর এলাকার মো.আক্তার হোসেনের ছেলে। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে মটরসাইকেলে করে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে ১৯৫০ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা