
ডান্ডিবার্তা রিপোর্ট
মাদক বাংলাদেশসহ সারা বিশ্বের একটি প্রধানতম সমস্যা। মাদকের কবলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে লাখো কোটি তরুনের জীবন, ধ্বংস হয়ে যাচ্ছে লাখো পরিবার এমন কোন স্থান নাই যেখানে মাদকের ছোঁয়া নেই। বিশেষ করে তরুণ সমাজ মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারনে চুরি, ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার ও সমাজের মানুষদের একত্রিত হয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা মাদক কারবারি তাদের সুপথে ফিরিয়ে আনতে কর্মসংস্থানের ব্যবন্থা করে দিতে হবে। এতে করে তারা সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। নারায়ণগঞ্জ সারাদেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এ জেলায় বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে নানা সমস্যা বিদ্যমান থাকলেও মাদক হচ্ছে বিষফোঁড়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন দুটি স্থানে হরহামেশা মাদক বিক্রি হয়। কিন্তু মাদক বিক্রেতারা গ্রেফতার হয় না আর হলেও অর্থের লোভে আইনজীবীদের কারণে তারা মাদক মামলা থেকে পার পেয়ে যায়। জামিনে বের হয়ে পুনরায় নতুন উদ্যোমে শুরু হয় তাদের মাদক বিক্রি। আইনের মারপ্যাচে আসামিরা ঘুরে বেড়ায় খোলা আকাশের নিচে। চাষাড়া ও আশপাশের এলাকায় যারা মাদক বিক্রি করে তারা প্রত্যেকেই বহুবার পুলিশের হাতে আটক হয়েছে, কিন্তু তারা বারংবার জামিনে চলে আসে। এর মধ্যে চাষাড়া রেলওয়ে স্টেশনের হত্যা মামলার আসামী রাজ্জাক, পারুল, মিন্টুর বউ সীমা, আয়শার ছেলে মিলন, আমলাপাড়ার সনী, উত্তর চাষাড়ায় তবলা রিপন, ইসদাইর গাবতলী এলাকায় কাপইড়া পট্টির রকি, উকিল পাড়া রেললাইনে বিউটি, গলাচিপা চেয়ারম্যান বাড়ির ইভান, ফারুক মাল, খাঁজা রনি, পোটলা বাচ্চুর ছেলে অনিক, বাবুরাইলে শিকদার বাপ্পী, তল্লার শাহীন সহ অত্র জেলায় এমন অনেক মাদক বিক্রেতা রয়েছে যারা দেদারছে মাদক বিক্রি করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এসকল অপরাধীদের অতিদ্রæত আটক করে আইনের আওতায় আনতে পারলে শহর থেকে মাদক কিছুটা হলেও নির্মূল করা সম্ভব বলে মনে করেন সচেতন মহল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯