আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | ভোর ৫:২২

মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে চায় নগরবাসী

ডান্ডিবার্তা | ১১ মে, ২০২৫ | ৯:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মাদক বাংলাদেশসহ সারা বিশ্বের একটি প্রধানতম সমস্যা। মাদকের কবলে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে লাখো কোটি তরুনের জীবন, ধ্বংস হয়ে যাচ্ছে লাখো পরিবার এমন কোন স্থান নাই যেখানে মাদকের ছোঁয়া নেই। বিশেষ করে তরুণ সমাজ মাদকের করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারনে চুরি, ছিনতাই, ইভটিজিং সহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার ও সমাজের মানুষদের একত্রিত হয়ে মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা মাদক কারবারি তাদের সুপথে ফিরিয়ে আনতে কর্মসংস্থানের ব্যবন্থা করে দিতে হবে। এতে করে তারা সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। নারায়ণগঞ্জ সারাদেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এ জেলায় বিভিন্ন অঞ্চলের মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এ অঞ্চলে নানা সমস্যা বিদ্যমান থাকলেও মাদক হচ্ছে বিষফোঁড়া। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন দুটি স্থানে হরহামেশা মাদক বিক্রি হয়। কিন্তু মাদক বিক্রেতারা গ্রেফতার হয় না আর হলেও অর্থের লোভে আইনজীবীদের কারণে তারা মাদক মামলা থেকে পার পেয়ে যায়। জামিনে বের হয়ে পুনরায় নতুন উদ্যোমে শুরু হয় তাদের মাদক বিক্রি। আইনের মারপ্যাচে আসামিরা ঘুরে বেড়ায় খোলা আকাশের নিচে। চাষাড়া ও আশপাশের এলাকায় যারা মাদক বিক্রি করে তারা প্রত্যেকেই বহুবার পুলিশের হাতে আটক হয়েছে, কিন্তু তারা বারংবার জামিনে চলে আসে। এর মধ্যে চাষাড়া রেলওয়ে স্টেশনের হত্যা মামলার আসামী রাজ্জাক, পারুল, মিন্টুর বউ সীমা, আয়শার ছেলে মিলন, আমলাপাড়ার সনী, উত্তর চাষাড়ায় তবলা রিপন, ইসদাইর গাবতলী এলাকায় কাপইড়া পট্টির রকি, উকিল পাড়া রেললাইনে বিউটি, গলাচিপা চেয়ারম্যান বাড়ির ইভান, ফারুক মাল, খাঁজা রনি, পোটলা বাচ্চুর ছেলে অনিক, বাবুরাইলে শিকদার বাপ্পী, তল্লার শাহীন সহ অত্র জেলায় এমন অনেক মাদক বিক্রেতা রয়েছে যারা দেদারছে মাদক বিক্রি করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এসকল অপরাধীদের অতিদ্রæত আটক করে আইনের আওতায় আনতে পারলে শহর থেকে মাদক কিছুটা হলেও নির্মূল করা সম্ভব বলে মনে করেন সচেতন মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা