আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:৪১

ইসলামের পথে থাকতে না পারলে অভিনয় করব না

ডান্ডিবার্তা | ১২ মে, ২০২৫ | ৮:৪৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বহুল আলোচিত-সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। গান, মডেলিং ও সিনেমায় অভিনয়ের মাধ্যমে মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই জায়গা করে নিয়েছেন দর্শক-হৃদয়ে। তবে সেই পথ পাড়ি দিয়ে এখন লুবাবা এসেছেন ধর্মের পথে। ধর্মীয় সীমার মধ্যে থেকেই মিডিয়ায় কাজ করে যাচ্ছেন তিনি। আজ রবিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে নিজের বদলে যাওয়ার যাত্রা শেয়ার করেন লুবাবা। লুবাবা লেখেন, ‘আমার এই পরিবর্তন ১ বছরের মতো। আমি অনেক ভিডিওতে বলেছি,‘‘দিস চেইঞ্জ জাস্ট ফর আল্লাহ।’’ মানুষ দেখানো না। আমি যেই ব্রান্ডগুলোর সঙ্গে কাজ করি তারা জানেন, যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয়, আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ। যেই ব্রান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয়, আমি যাস্ট ওইসব ব্রান্ডগুলোর হয়েই কাজ করছি। আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়াটর হিসেবেই মেইক (তৈরি) করবো। ইফ (যদি) এটা না পারি, আমি এই মিডায়া থেকেও একদিন লেফট (বিদায়) নিবো। আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নেক।’ অনেকের প্রতি অভিযোগ তুলে লুবাবা লেখেন, ‘আমি অনেক ছোট্ট একটি মেয়ে। এই আলো ঝলমলে লাইফ থেকে, আজ আমি নিজেকে অনেক চেইঞ্জ করেছি। কিন্তু গুটি কয়েক মানুষ আমার পেছনে লেগেই আছে। যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যে বলে। আমি সবসময় ইগ্নোর করে যাই। মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে। তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে ভালো আছি।’ পোস্টের শেষদিকে লুবাবা যোগ করেন, ‘ভুলে যাবেন না, এই দুনিয়া ক্ষণস্থায়ী। একদিন আপনাকে, আমাকে, সবাইকে আমাদের যার যার কাজের ফল পেতে হবে। আল্লাহ আপনাদের হেদায়াত দিক।’

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা