আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৯:৪৩

বাড়িঘর বেদখল হওয়ায় মালিকের আত্মহত্যা

ডান্ডিবার্তা | ১২ মে, ২০২৫ | ৮:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে প্রতিপক্ষের লোকজন নিজের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে জায়গা জোর করে বেদখল করায় আত্মহত্যা করেছেন ওই বাড়ির মালিক। রাগে ক্ষোভে দুঃখে কীটনাশক পান করে বিল্লাল হোসেন (৪৫) নামে ৩ সন্তানের জনক আত্মহত করেছেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে গতকাল রবিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বিল্লাল হোসেনের বাড়ী ঘরে গত ৮ মে সকাল ৯টার দিকে একই গ্রামের আলমগীর হোসেনের পরোক্ষ মদদে হাসনাত, খায়ের, ইকবাল, হাবিবুর, ভুট্টু গং হামলা চালায় এবং বাড়ী ঘর ভাংচুর করে জবরদখল করে নেয়। হামলার সময় বিল্লালের ঘর থেকে এক ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটপাট করে এবং ভাংচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করে হামলাকারীরা। পরে ২ দিন বিল্লালের পরিবার খোলা আকাশের নিচে দিন কাটান। বিল্লাল ও তার স্ত্রী জামেলা বেগম শনিবার সকালে বিবাদীদের কাছে গিয়ে বলেন, ‘আমরা এখন কি করবো কোথায় থাকবো? তখন তারা বলেন, তোরা আত্মহত্যা কর! এ কথা শুনে তারা বাড়িতে ফিরে আসে এবং অপমানজনক কথা সহ্য করতে না পেরে দুপুরে বিল্লাল কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে বিল্লাল বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার প্রো এ্যাকটিভ প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল আইসিইউতে মারা যান। বিল্লালের স্ত্রী জামেলা বেগম জানান, বিবাদীরা আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে নিঃস্ব করে দিয়ে অপমানজনক কথা বলে আমার স্বামীকে মৃত্যুর জন্য প্ররোচিত করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা