
ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে প্রতিপক্ষের লোকজন নিজের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে জায়গা জোর করে বেদখল করায় আত্মহত্যা করেছেন ওই বাড়ির মালিক। রাগে ক্ষোভে দুঃখে কীটনাশক পান করে বিল্লাল হোসেন (৪৫) নামে ৩ সন্তানের জনক আত্মহত করেছেন। এ ব্যাপারে নিহতের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে গতকাল রবিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের বিল্লাল হোসেনের বাড়ী ঘরে গত ৮ মে সকাল ৯টার দিকে একই গ্রামের আলমগীর হোসেনের পরোক্ষ মদদে হাসনাত, খায়ের, ইকবাল, হাবিবুর, ভুট্টু গং হামলা চালায় এবং বাড়ী ঘর ভাংচুর করে জবরদখল করে নেয়। হামলার সময় বিল্লালের ঘর থেকে এক ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটপাট করে এবং ভাংচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করে হামলাকারীরা। পরে ২ দিন বিল্লালের পরিবার খোলা আকাশের নিচে দিন কাটান। বিল্লাল ও তার স্ত্রী জামেলা বেগম শনিবার সকালে বিবাদীদের কাছে গিয়ে বলেন, ‘আমরা এখন কি করবো কোথায় থাকবো? তখন তারা বলেন, তোরা আত্মহত্যা কর! এ কথা শুনে তারা বাড়িতে ফিরে আসে এবং অপমানজনক কথা সহ্য করতে না পেরে দুপুরে বিল্লাল কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেয়ার পথে বিল্লাল বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার প্রো এ্যাকটিভ প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল আইসিইউতে মারা যান। বিল্লালের স্ত্রী জামেলা বেগম জানান, বিবাদীরা আমাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে নিঃস্ব করে দিয়ে অপমানজনক কথা বলে আমার স্বামীকে মৃত্যুর জন্য প্ররোচিত করেছে আমি এর সুষ্ঠু বিচার চাই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯