আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:৫৬

নাসিকে শিক্ষর্থীদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ডান্ডিবার্তা | ১৩ মে, ২০২৫ | ৯:৩৬ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
গতকাল সোমবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে সিটি কর্পোরেশন কর্তৃক যানজট নিরসনের কাজে নিয়োজিত শিক্ষার্থী ও কর্মচারীদের উপর সঙ্ঘবদ্ধ হামলার নিন্দা জানিয়ে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। সকাল থেকে ৪দফা দাবি নিয়ে অটোরিকশা চালকরা সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। অবস্থানের এক পর্যায়ে তারা অতর্কিতভাবে দায়িত্বরত শিক্ষার্থী ও কর্মচারিদের উপর হামলা চালায়। দাবি উত্থাপনের অধিকার সকলের আছে কিন্তু সন্ত্রাসী হামলা আইনত দন্ডনীয় অপরাধ। জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, “যানজট নারায়ণগঞ্জের প্রধানতম এক সংকট। এই যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে। শহরে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, ফিটনেসবিহীন গাড়ি অপসারণ, অটোরিক্সার রুট নিশ্চিতকরণের দাবি ছাত্র ফেডারেশন অভ্যুত্থান পরবর্তী সময়েও করেছে। যানজটবিহীন শহরের দাবি আমাদের প্রত্যেকের। তা নিশ্চিত করতে প্রশাসনসহ রাস্তায় চলমান সকল পক্ষেরই দায়িত্ব পালন করা বাঞ্চনীয়। এমন সময়ে এই ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই কাম্য নয়। এতে শহরের শৃঙ্খলা হুমকির মুখে পরে। এমনকি বিনষ্ট হয় শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের কর্তব্য এই হামলার সাথে জড়িত প্রত্যেকককে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা। এমনকি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকান্ডের ইন্ধনদাতাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।” জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা বলেন, ‘বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকেরা এই হামলার শিকার হন। যারা চিকিৎসারত আছেন। সিটি কর্পোরেশনের কর্মচারিসহ দায়িত্বরত প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শহরের শৃঙ্খলা নিশ্চিতে প্রশাসনসহ প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো রাজনৈতিক প্রশ্রয়ে সন্ত্রাসী তৎপরতার আশঙ্কা থাকলে তার বিরুদ্ধেও প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা