আজ বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৬ জিলকদ ১৪৪৬ | রাত ১২:৫০

আইন মানছেনা অটোচালক ও মালিকরা

ডান্ডিবার্তা | ১৪ মে, ২০২৫ | ৮:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নগরীর যানজটের অপর নাম অটোরিক্সা। অসংখ্য অটোরিক্সার ভিড়ে রাস্তায় চলাচল করা দুঃসাধ্য হয়ে পড়েছে নগরবাসীর জন্য। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কতৃক ১০ হাজার অটোরিক্সা চলাচলের অনুমতি থাকলেও কয়েকগুন বেশী অটোরিক্সা শহরে চলছে। একই নাম্বার প্লেট দিয়ে একের অধিক অটোরিক্সা শহরে ঘুরছে। ইতিমধ্যে নাসিকের দেয়া লাইসেন্সের মেয়াদ অনেক মাস আগেই শেষ হয়ে গেছে। ফলে শহরে চলাচলকারী সকল অটো রিকশাই লাইসেন্স বিহীন চলছে এমনটা বলা চলে। যার ফলে যানজট নিরসনে ট্রাফিক ও কমিউনিটি পুলিশ হিমশীম খাচ্ছে। নগরীতে নাম্বার প্লেটবিহীন রিক্সা প্রবেশে নিষেধাজ্ঞা থাকা সত্বেও কয়েক হাজার রিক্সা প্রতিদিন শহরে আসা যাওয়া করে। ইতিমধ্যে রাজধানীতে রিকশা চলাচল অবৈধ ঘোষনা করা হয়েছে। প্রশাসন যদি যে সকল স্থানে অবৈধ ব্যাটারী চালিত রিকশা তৈরী, মেরামত ও ব্যাটারী চার্জ দেয়া হয় সে সব স্থানে অভিযান চালিয়ে এসব স্থাপনা বন্ধ করে দিলে খুব দ্রæতই ব্যপারী চালিত অটো রিকশা চলাচলের হার কমে আসবে। শহরের প্রতিটি মুল পয়েন্ট পর্যন্ত অনুমতিবিহীন অটোরিক্সা আসতে পারবে কিন্তু সেগুলো শহরে প্রবেশ করার ফলে যানজটের সৃষ্টি হয়। কারন এসকল অটোরিক্সাগুলো শহরের ভিতরে যত্রতত্র পার্কিং করে রাখে, যাত্রি উঠানামা করায়। মাসদাইর, ইসদাইর, দেওভোগ মাদ্রাসা, কাশীপুর, সৈয়দপুর, তল্লা সহ বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক অটোরিক্সার গ্যারেজ রয়েছে, যেগুলোতে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করা হয় বলে সূত্রে জানাগেছে। এছাড়াও ট্রাফিক আইন সম্পর্কে অটোরিক্সা চালকদের কোন প্রকার জ্ঞান না থাকায় হুটহাট গাড়ি থামিয়ে দেয় যাত্রী ওঠানামার জন্য। এতে করে প্রায় সময় বড় ধরনের দূর্ঘটনাও ঘটে। তাই যানজট নিরসনে অটোরিক্সা নিয়ন্ত্রন করাটা খুবই দরকার বলে মনে করে নারায়ণগঞ্জ বাসী। বর্তমান সময়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কাজ চলমান থাকায় প্রায় প্রতিটি সড়ক সংকির্ণ হয়ে গেছে। এতে করে উভয় পার্শ্বে একটি করে লেন প্রায় অকেজো পড়েছো। যার ফলশ্রæতিতে একটি করে লেন ব্যবহার করছে যানবাহনগুলো। আর চলমান এই সমস্যার মধ্যেই অটোরিক্সা গুলো যত্রতত্র পার্কিং করে আরো বেশী যানজটের সৃষ্টি করছে। অটোরিক্সার চালকরা এত বেশী বেপরোয়া ও শক্তিশালী যে তারা খোদ সিটি কর্পোরেশনের ভিতরেও হামলা করতে পিছপা হয় নি। তাদের কাছে অসহায় আইন ও প্রশাসন। প্রশাসনের কর্তাব্যক্তিরা তাদেরকে নিয়ন্ত্রনে যেকোন ধরনের ব্যবস্থাই গ্রহন করছে সেটা কার্যকর করা সম্ভব হচ্ছেনা। সত্যিকার অর্থে এই শহরে যানবাহন নিয়ন্ত্রনের আইন মানছেনা কোন যানবাহনের চালক ও মালিকরা। তাদের ইচ্ছের বিরুদ্ধে গেলে সৃষ্টি হয় নানা সমস্যা। ছোট্ট এই নগরীতে অন্যকোন সমস্যা সমাধানের পূর্বে যানজট সমস্যা নিরসনে আরও বেশী কার্যকর পদক্ষেপ গ্রহন করা দরকার বলে মনে করে নারায়ণগঞ্জ বাসী। এদিকে শহরের ২নং রেল গেইট এলাকায় যানজট সৃষ্টি হলেও ট্রাফিক পুলিশ যানজট নিরসন না করে রাস্তার পাশের পার্কে বসে আড্ডাবাজিতে মত্ত হয়। যানজট নিরসমের বিষয়ে তাকে বললে তিনি ক্ষেপে যান। অনেকাশেং ট্রাফিক পুলিশের অবহেলার কারণেও শহরে যানজট নিরসন সম্ভব হচ্ছে না বলে নগরবাসী মনে করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা