আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:৪৬

আজমেরী ওসমানের টি বয় এখন পার্থের ছাত্রনেতা

ডান্ডিবার্তা | ১৪ মে, ২০২৫ | ৯:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন আলোচনার ঝড় তুলেছে এক নাম – শাফিয়ান আহমেদ রিয়ন। একসময়ের ত্রাস, আজমেরী ওসমানের ক্যাডার আর আওয়ামী লীগের ‘ছায়াসঙ্গী’ হিসেবে পরিচিত এই যুবক এখন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের ছাত্রসংগঠনের কান্ডারি! বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার আহŸায়কের মতো গুরুত্বপূর্ণ পদে তার আসীন হওয়া নিয়ে খোদ বিজেপি এবং পার্থের রাজনৈতিক বিচক্ষণতা নিয়েই উঠছে নানা প্রশ্ন। স্থানীয়দের ভাষ্যমতে, দেওভোগ পাক্কারোড এলাকায় সারের দালাল হিসেবে পরিচিত মৃত বাবুল মিয়ার ছোট ছেলে রিয়ন ছোটবেলা থেকেই ছিলেন ধূর্ত প্রকৃতির। জীবন ধারণের কোনো সুনির্দিষ্ট উপার্জন না থাকায়, একসময় পেটের দায়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সভাপতি নাজমুল আলম সজলের (শামীম ওসমানের ঘনিষ্ঠজন) মিছিল-মিটিংয়ে ১০০-২০০ টাকার বিনিময়ে হাজিরা দিতেন। সেখানে পাত্তা না পেয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালের ‘টি বয়’ হিসেবেও কাজ করেছেন কিছুদিন। কিন্তু অস্থির রিয়ন কোথাও থিতু হতে পারেননি। নানা অপকর্মের অভিযোগে সেখান থেকেও ছিটকে পড়েন। এরপর একে একে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বলয় ঘুরে অবশেষে ঠাঁই মিলেছিল ত্বকী হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি আজমেরী ওসমানের ডেরায়। আর সেখানেই যেন রিয়নের ‘কপাল খুলে যায়’! অভিযোগ, আজমেরী ওসমানের নাম ভাঙিয়ে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, মাদক কারবার, কিশোর গ্যাং পরিচালনা – বাদ যায়নি কিছুই। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ ছিল বলে অভিযোগ। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছুদিন গা ঢাকা দিলেও সুযোগসন্ধানী রিয়ন ঠিকই পথ খুঁজে নেন। এবার তার ঠিকানা হয় আন্দালিব রহমান পার্থের বিজেপি। আর ছাত্রসমাজের জেলা আহŸায়কের পদ পেয়েই যেন ‘আসল রূপে’ ফেরেন তিনি। নগরীর শেখ রাসেল পার্ক সংলগ্ন ডিআইটি এলাকার সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট ভেঙে রাতারাতি গড়ে তোলেন দলের নামে অফিস! এই ঘটনায় ইমরান নামে এক ব্যক্তি সদর থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতারও করে। কিন্তু মুচলেকা দিয়ে বেরিয়ে এসে ফের শুরু করেন দখলবাজি আর চাঁদাবাজি। অভিযোগ, এই ‘অফিস’ এখন মাদকের আখড়া, আর রিয়ন নিজেও ইয়াবা আসক্ত। তার বাহিনীর দাপটে পুরো এলাকা তটস্থ। এমন এক ব্যক্তিকে পার্থ কীভাবে দলের গুরুত্বপূর্ণ পদে আনলেন, তা নিয়ে ফুঁসছে নারায়ণগঞ্জবাসী। তাদের প্রশ্ন, ওসমান পরিবারের একসময়ের ‘দোসর’ ও নানা অপকর্মের হোতা কীভাবে একটি জাতীয় দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয়? অবিলম্বে রিয়নের দখল থেকে পাবলিক টয়লেট উদ্ধার ও তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে সোচ্চার তারা, চাইছেন আন্দালিব রহমান পার্থের সরাসরি হস্তক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদর্শের চেয়ে ক্ষমতার সমীকরণ আর ব্যক্তিগত লাভালাভই যখন মুখ্য হয়ে ওঠে, তখন রিয়নের মতো চরিত্রদের উত্থান অস্বাভাবিক নয়। এটি দলগুলোর অভ্যন্তরীণ দুর্বলতা এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির এক নগ্ন প্রতিচ্ছবি। অভিযুক্ত রিয়নের সাথে যোগাযোগ করে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। আজমেরী ওসমানের সহযোগী হওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি বলেন, অনেকের সাথেই আমার ছবি থাকতে পারে, কিন্তু আমি কোনো দল করিনি। নাসিকের পাবলিক টয়লেট ভেঙ্গে অফিস নির্মাণের প্রশ্নে রিয়ন বলেন, অনুমতি নিয়ে অফিস করেছি। কার থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে বলতে পারেননি তিনি। এই বিতর্কের মাঝেই গতকাল মঙ্গলবার বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শেখ শাইরা শারমিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা ও সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। রিয়নের অন্তর্ভুক্তি এবং তার স্ত্রীর বিদেশ যাত্রায় বাধা – এই দুই ঘটনা পার্থের দলকে নতুন করে সমালোচনার মুখে ফেলেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা