আজ বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ১৫ জিলকদ ১৪৪৬ | দুপুর ২:৩১

আইভীকে গ্রেফতারে বাধা ৩জন গ্রেফতার

ডান্ডিবার্তা | ১৪ মে, ২০২৫ | ৯:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এরপর অভিযানে মামলায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এর আগে সোমবার সদর মডেল থানার উপ পরিদর্শক রিপন মৃধা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আটককৃতরা হলেন, সদরের শহীদ নগর ১নং গলির মোঃ হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), একই এলাকার কাশেমের ছেলে হানিফ (৪০) ও ১৮নং ওয়ার্ড এলাকার আব্দুল হাইয়ের ছেলে শওকত মিথুন(৪৩)। এ মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামী করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সোমবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পর পুলিশের অভিযানে ৩জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে।’ প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত এগারেটায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল ইসলাম নামের এক পোশাক শ্রমিক হত্যা মামলার আসামী আওয়ামীলীগের এই নেত্রী। আইভীকে গ্রেফতার করতে তার দেওভোগের বাড়ি চুনকা কুটিরে যায় পুলিশের একটি দল। তবে এসময় নেত্রীর কর্মী সমর্থকেরা সড়কে ব্যারিকেড দিয়ে বাড়িটি ঘেরাও করে। পরবর্তীতে শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হোন। গ্রেপ্তারের পর আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। তাকে ঢাকা কাশিমপুর মহিলা কারাগাড়ে প্রেরণ করা হয়। সর্বশেষ সোমবার আইভীর জামিনের আবেদন করেন আসামী পক্ষের আইনজীবীরা। শুনানী শেষে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২য় আদালতের বিচারক শামসুর রহমান তা নামঞ্জুর করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা