আজ বুধবার | ১৪ মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ১৫ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:৫৬

কাঠগড়ায় নির্বিকার ছিলেন মমতাজ

ডান্ডিবার্তা | ১৪ মে, ২০২৫ | ৯:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে গতকালমঙ্গলবার আদালতে তোলা হবে—এ খবর অনেকেই জানতেন। এ জন্য সকাল ১০টার পর থেকেই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে উৎসুক জনতার ভিড় লেগে থাকে। সকাল থেকেই গণমাধ্যমকর্মীরাও আদালতের সামনে আসতে থাকেন। বেলা দুইটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মমতাজকে ডিবি কার্যালয় থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসে। তখনো আদালতের সামনে উৎসুক জনতার ভিড় ছিল। বেলা তিনটার পর মমতাজকে হাজতখানা থেকে বের করে আনা হয়। এ সময় মমতাজকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ঘিরে ধরে। পরে তাঁকে যখন লিফটে করে নিচতলা থেকে সাততলায় নেওয়া হয়, তখন আদালতকক্ষ আইনজীবীদের উপস্থিতিতে ঠাসা। আদালতে তোলার পর কাঠগড়ার লোহার রেলিং ধরে দাঁড়ান মমতাজ। মিরপুর থানায় করা সাগর হত্যা মামলায় তাঁকে সাত দিন রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটার (পিপি) ওমর ফারুক ফারুকী। পিপি মমতাজের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছিলেন। মমতাজ বেগম ছিলেন নির্বিকার। মমতাজের পক্ষে একজন আইনজীবী থাকলেও শুনানির সময় তিনি আদালতে কোনো কথা বলেননি। কথা বলেননি মমতাজও। কেবল কাঠগড়ার লোহার রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন বিমর্ষ মমতাজ। শুনানি শেষ হলে বিচারক মমতাজকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। তখনো মমতাজ ছিলেন নির্বিকার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা