আজ শুক্রবার | ১৬ মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৭ জিলকদ ১৪৪৬ | রাত ১২:৫৮

না’গঞ্জে ২৮৯টি রাজনৈতিক মামলা থেকে বিএনপি মুক্ত

ডান্ডিবার্তা | ১৫ মে, ২০২৫ | ৯:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ দিনের কষ্ট এবার লাঘব হলো বিএনপি নেতা কর্মীদের। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ২৮৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত রোববার এই আদেশ জারি করে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। বিগত সরকারের আমলে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের চাপে রাখতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ আরও রয়েছে, এসকল মামলার অধিকাংশই ছিল ভিত্তিহীন ও গায়েবি ঘটনার ওপর তৈরি করা। এসব গায়েবি মামলার প্রায় ৮০ শতাংশ আসামিই ছিলেন বিএনপি’র নেতাকর্মী। দীর্ঘদিন ধরে বিএনপি’র নেতাকর্মীরা এসব মামলায় মাসের পর মাস আদালতে হাজিরা দিয়ে হয়রানির শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে তাদের জেলও খাটতে হয়েছে। এ সকল মামলা থেকে রেহাই পেয়ে বিএনপির অনেক নেতা কর্মী দীর্ঘ শ^াস ছেড়ে বলেন, আওয়ামীলীগ আমাদের উপর যে অন্যায় অত্যাচার করেছে তার বিচার অবশ্যই এই বাংলার মাটিতেই হবে। আওয়ামীলীগ দেশে যেভাবে জুলুম করেছে তা আমরা মনে রাখব। তবে আমরা তাদের অন্যায় ভাবে ঘায়েল করব না। আর তারা আমাদের উপর আবার কোন প্রকার অন্যায় করতে চাইবে সেই সুযোগ আর তারা পাবে না। তাদের পাপ ভাড়ি হয়ে যাওয়ায় তাদের ৫ আগষ্টে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করে। আমাদের নেত্রী আপোষহীন তিনি কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। তাকে অন্যায় ভাবে জেলে রেখে নির্যাতন করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে হত্যা করতে চেয়েছিল। আমাদের মামলাগুলি প্রত্যাহার হওয়ায় মহার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি সেই সাথে বর্তমান অন্তবর্তি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা