
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও আইনজীবী মামার বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ তুলেছেন তার ভাগ্নে শাহ আল মোমেন (৩৮)। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোমেন তার মা ও খালাদের ওয়ারিশ সম্পত্তি জাল সনদ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন। মোমেন জানান, ২০১২ সালে মা মোমেনা বেগমের মৃত্যুর পর থেকেই মামারা তাদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেন। নারায়ণগঞ্জের মাসদাইর, নয়ামাটি ও দেওভোগ এলাকায় কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে মোমেন ও তার দুই ভাই-বোনকে। মোমেনের অভিযোগ, তার মামারা খাজা আহসানুল্লাহ, খাজা রহমতউল্লাহ ও অ্যাডভোকেট খাজা অলিউল্লাহ মাসুদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল করে নিয়েছেন। তিনি আরও বলেন, “মেঝো মামা ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা, বড় মামা সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ এবং মামি নাদিয়া বেগম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার কন্যা। এই সম্পর্কের জোরেই ন্যায়বিচার পাচ্ছি না।” মোমেন আরও জানান, তার মামারা তৎকালীন কাউন্সিলর বিভা হাসানের মিথ্যা তথ্য ব্যবহার করে জাল ওয়ারিশনামা তৈরি করেছেন। তিনি বলেন, “ছোট মামা অ্যাডভোকেট মাসুদ এখন আমাদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির মিথ্যা মামলা করতে চাচ্ছেন।” সংবাদ সম্মেলনে মোমেন দাবি করেন, সিআইডির এক কর্মকর্তা টাকার বিনিময়ে মামাদের পক্ষে তদন্ত রিপোর্ট দিয়েছেন। এ বিষয়ে সিআইডির রিপোর্ট পুনর্বিবেচনার দাবি জানান তিনি। মোমেনের স্ত্রী মুনিয়া আকতার বলেন, “আমার তিন মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে পালাতে হবে এমন ভয়ে থাকি।” এ সময় তার ছোট বোন জেরিন আনাও কান্নায় ভেঙে পড়েন। মোমেন বলেন, “আমি আজ ভিক্ষুকের মতো ন্যায়বিচার চাইতে বাধ্য হয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি – একজন সাধারণ নাগরিক হিসেবে যেন আমার অধিকার পাই।”
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯