আজ বৃহস্পতিবার | ১৫ মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৬ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:২৭

মামাদের বিরুদ্ধে ভাগ্নের সংবাদ সম্মেলন

ডান্ডিবার্তা | ১৫ মে, ২০২৫ | ৯:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও আইনজীবী মামার বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ তুলেছেন তার ভাগ্নে শাহ আল মোমেন (৩৮)। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোমেন তার মা ও খালাদের ওয়ারিশ সম্পত্তি জাল সনদ করে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন। মোমেন জানান, ২০১২ সালে মা মোমেনা বেগমের মৃত্যুর পর থেকেই মামারা তাদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেন। নারায়ণগঞ্জের মাসদাইর, নয়ামাটি ও দেওভোগ এলাকায় কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে মোমেন ও তার দুই ভাই-বোনকে। মোমেনের অভিযোগ, তার মামারা খাজা আহসানুল্লাহ, খাজা রহমতউল্লাহ ও অ্যাডভোকেট খাজা অলিউল্লাহ মাসুদ রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পত্তি দখল করে নিয়েছেন। তিনি আরও বলেন, “মেঝো মামা ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা, বড় মামা সাবেক মন্ত্রীর ঘনিষ্ঠ এবং মামি নাদিয়া বেগম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টার কন্যা। এই সম্পর্কের জোরেই ন্যায়বিচার পাচ্ছি না।” মোমেন আরও জানান, তার মামারা তৎকালীন কাউন্সিলর বিভা হাসানের মিথ্যা তথ্য ব্যবহার করে জাল ওয়ারিশনামা তৈরি করেছেন। তিনি বলেন, “ছোট মামা অ্যাডভোকেট মাসুদ এখন আমাদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির মিথ্যা মামলা করতে চাচ্ছেন।” সংবাদ সম্মেলনে মোমেন দাবি করেন, সিআইডির এক কর্মকর্তা টাকার বিনিময়ে মামাদের পক্ষে তদন্ত রিপোর্ট দিয়েছেন। এ বিষয়ে সিআইডির রিপোর্ট পুনর্বিবেচনার দাবি জানান তিনি। মোমেনের স্ত্রী মুনিয়া আকতার বলেন, “আমার তিন মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে পালাতে হবে এমন ভয়ে থাকি।” এ সময় তার ছোট বোন জেরিন আনাও কান্নায় ভেঙে পড়েন। মোমেন বলেন, “আমি আজ ভিক্ষুকের মতো ন্যায়বিচার চাইতে বাধ্য হয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি – একজন সাধারণ নাগরিক হিসেবে যেন আমার অধিকার পাই।”

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা