আজ রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৯ জিলকদ ১৪৪৬ | রাত ৯:২২

বহিস্কারের পথে হিরণ-বিপাকে অনুসারিরা

ডান্ডিবার্তা | ১৮ মে, ২০২৫ | ৬:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
এএসপি সার্কেল ও ওসি’র নাম ভাঙ্গিয়ে বন্দর উপজেলা বিএনপির সভাপতি হিরনের মামলা বানিজ্য চাঁদাবাজির অভিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি আওয়ামীলীগ নেতার ছেলের কাছ থেকে ৬ লাখ টাকা ও, এএসপি সার্কেল এবং ওসি’র নামে এক লাখ টাকা ঘুষ দাবি সহ মোট ৭ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ। বিএনপি নেতা হিরণের অপকর্মের অডিও ভাইরালে ৫ আগস্টের পরের নানা কর্মকাÐ নিয়ে সমালোচনার ঝর বইছে সর্বত্র। স¤প্রতি চাঁদাবাজির অডিও ফাঁস হওয়ায় হিরণের অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠেছে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের চাপের মূখে প্রাথমিক ভাবে বিএনপি নেতা হিরণকে কারণ দর্শানোর নোটিশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। তৃতীয় অডিওতে উপজেলা ধামগড় ইউপির ৪নং ওয়ার্ড সদস্য আওয়ামীলীগ নেতা সফুরউদ্দিনের ছেলে জাহাঙ্গীরকে বিএনপি নেতা হিরণ বলছে, পুলিশকে টাকা না দিল আরো মামলা দিবে। সোনারগাঁও বন্দর দুই থানার দায়িত্বে থাকা এএসপি সার্কেল ও বন্দর থানার ওসিকে ম্যানেজ করতে হবে। এতে তোমারই লাভ। তোমার হাত দিয়ে দিও। পুলিশতো ঘুষ খায়। এজন্য আমাকে বিশ্বাস না করতে পারে। যদি মনে করে আমি কিছু রেখে দিয়েছি। তুমি সকালে এসো। আমি ওসিকে সকালে এনে রাখবো তোমার হাত দুইজনকে দিও। তোমার সঙ্গে পরিচয় হইলো। ভবিষ্যতের তোমার এবং বাবার ভালো হইবে। ব্যবসা বানিজ্য করলে তাদের দুইজনকেই তোমাদের পক্ষে দরকার আছে। সর্বশেষ আসামির ছেলে জাহাঙ্গীর উত্তরে বলেন এতো টাকা নাই। এক লাখ টাকা নিয়া আসমুনে। ভুক্তভোগী জাহাঙ্গীর জানান, পুলিশের সামনে বাবাকে পিটিয়ে পা ও কোমড় ভেঙে ফেলে হিরণের লোকজন। পরবর্তীতে বাবাকে আরো মামলা থেকে বাঁচাতে ৭ লাখ টাকা বিএনপি নেতা হিরণকে দিতে হয়েছে। বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাওলাদ মাহমুদসহ একাধিক নেতারা জানান, ৫ আগস্টের পর বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজাহারুল ইসলাম হিরণের বিএনপি তৃণমূল নেতাকর্মীদের দুরে সরিয়ে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর লোকজন কাছে টেনে শিল্পপ্রতিষ্ঠান দখল, জমি দখল, চাঁদাবাজি, মামলা বানিজ্য নানা অপরাধ কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ সহ তৃনমুল নেতাকর্মীরা। নানা অপকর্মের ঘটনায় বহিষ্কারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক নেতাকর্মীরা। বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজাহারুল ইসলাম হিরণ বলেন, মিথ্যা অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় আমাকে শোকজ করে ৭২ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম বলেন, একটি অডিও ক্লিপ আমাদের হস্তগত হয়েছে। সেখানে শোনা যায় বিএনপি নেতা হিরণ পুলিশের সঙ্গে সখ্যতা গড়ে দেয়ার কথা শুনতে পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এএসপি (সার্কেল খ) আসিফ ইমাম বিষয়টি অস্বীকার করে বলেন, অডিও রেকর্ড ফাঁসের ঘটনাটি কেউ জানায়নি। এ ব্যপারে মহানগর বিএনপির আহবায়ক এড. শাখাওয়াত হোসেন খান বলেন, অডিও ক্লিপের বক্তব্য শুনেছি। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আর বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। এদিকে বহিস্কার হওয়ার পথে হিরন। আর তাকে শোকজ করার পর থেকে বিপাকে পড়েছে হিরণের অনুসারিরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা