
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া নারায়ণগঞ্জকে সুন্দর করে গড়ে তুলতে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি হাতে নিয়েছেন যা সর্ব মহলে প্রশংসিত হচ্ছে। কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যেই শহর থেকে ব্যানার ফেষ্টুন বিলবোর্ড অপসারন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তার আইল্যান্ডে বৃক্ষরোপনসহ নানা কর্মকান্ড আপামর নারায়ণগঞ্জবাসীকে মুগ্ধ করেছে। তবে পুরো প্রকল্পটিই ভেস্তে যাবে যদি নারায়ণগঞ্জের প্রধান সড়ক থেকে যানজট দুর করা না যায়। লাগাতার চলতে থাকা এই যানজট নিরসন করতে না পারলে ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি মুখ থুবড়ে পরবে বলে মত সংশ্লিষ্টদের। প্রধান সড়কের এই যানজটের পিছনে রয়েছে তিনটি প্রধান কারন। সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের। সকাল ১০ টা থেকে শুরু হয় এই যানজট যা বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে। ঘন্টার পর ঘন্টা ধরে চলা এই যানজটে পরে নাকাল হতে হচ্ছে নারায়ণগঞ্জবাসীকে। গ্রীষ্মের এই কাঠফাটা গরমের মধ্যে যানজটে আটকে থেকে অনেকে অসুস্থ্য হয়ে পরছে কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না যানজট পরিস্থিতি। শহরের এই যানজট নিরসনে প্রশাসন নানা উদ্যোগ নিলেও তার কোনোটাই কাজে আসছে না বরং দিনকে দিন তা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। নিয়ন্ত্রণহীন এই যানজটের মূলে থাকা তিনটি প্রধান বাঁধা হচ্ছে শহরের ফুটপাতের অবৈধ হকার, ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক, যত্রতত্র সিএনজি/অটো রিকসার অবৈধ ষ্ট্যান্ড। যানজট নিয়ন্ত্রনে প্রধান অন্তরায় শহরে অবাধে চলাচলরত অবৈধ যান ব্যাটারিচালিত ইজিবাইক বা অটো রিক্সা। এদেরকে নিয়ন্ত্রণ করতে না পরলে যানজট সমস্যার সমাধান খুব একটা আশার আলো দেখবে না বলেই মনে করা হচ্ছে। এ নিয়ে গত কয়েক মাসে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি বরং অবৈধ অটো চালকরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। এই কয়েকদিন আগে তারা সিটি কর্পোরেশনে সশস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে। যানজটের আরেক কারন শহরের ফুটপাত দখল করে রাখা অবৈধ হকার। এরা ফুটপাত ছাড়িয়ে এখন রাস্তা দখল করে ব্যবসা করছে। এই হকার ইস্যুতে নারায়ণগঞ্জে ইতিপূর্বে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ৫ আগষ্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে তা আরো প্রকট আকার ধারন করেছে। এক শ্রেনির রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কিছু অসাধু লোকের জোগসাজসে দিনের পর দিন এসব অপকর্ম চলে আসলেও সমাধানের কোনো পথ বের করা যাচ্ছে না। শহরের মূল সড়কে যানজটের অন্যতম প্রধান কারন চাষাঢ়ার তিনটি অবৈধ সিএনজি-অটো ষ্ট্যান্ড। চাষাঢ়ার সোনালী ব্যাংকের সামনে মুক্তারপু গামী সিএনজি ষ্ট্যান্ড, সুগন্ধা বেকারীর সামনে সিদ্ধিরগঞ্জ গামী অটো ষ্ট্যান্ড এবং রাইফেল ক্লাবের সামনে সাইনবোর্ড গামী অটো-সিএনজি ষ্ট্যান্ড গুলোর নেই কোন বৈধতা। দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় এই তিনটি অবৈধ ষ্ট্যান্ড চলে আসলেও তা উচ্ছেদে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি নারায়ণগঞ্জের প্রশাসন। যানজট নিরসনে এই অবৈধ ষ্ট্যান্ডগুলোর ব্যাপারে প্রশাসন সব সময়ই রহস্যজনকভাবে নিরবতা পালন করে আসছে যা জনমনে সন্দেহের উদ্রেক করেছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯