
ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহীন আল মামুনের বিরুদ্ধে একের পর এক অপকর্মের অভিযোগ উঠছে। সম্প্রতি গত ১২ মে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনী বৌ-বাজার এলাকাস্থ শাহীন আল মামুনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এর আগে প্র্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তিনি বাংলাদেশ বঙ্গবন্ধু কর্মজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তারও আগে, ২০২৪ সালের ৭ এপ্রিল চেক জালিয়াতির মামলায় সিদ্ধিরগঞ্জের আটি বউবাজার ওয়াপদা কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ‘সিএনএন বাংলা’ আইপি টিভির ব্যবস্থাপনা পরিচালকের পরিচয় দিয়ে তিনি এই কাজগুলো করে আসছেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় জড়িত তিনি। জানা যায়, শাহীনের ব্যবহৃত একটি জিপ (ঢাকা মেট্টো-ঘ-০২-২০৪০) গাড়ী থেকে ৮টি ছোট বড় দেশীয় অস্ত্র ও আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী ও ভাঙ্গারী মিলনের শেল্টারে একটি সংঘবদ্ধ অপারাধী সিন্ডিকেট কিশোরগ্যাং সদস্যদের ব্যবহার করে নাসিক ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ নানান অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এই অপরাধীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রতিদিনই এই অপরাধীরা অস্ত্রের মুখে অপরাধ করে বেড়াচ্ছে। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। ফতুল্লার সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিয়াজ নিহতের ঘটনায় গত ২৩ অক্টোবর শামীম ওসমানকে প্রধান আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন নিহত রিয়াজের স্ত্রী ফারজানা বেগম। এই মামলায় শাহীন আল মামুনকে ১৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। হত্যা মামলা দায়েরের পরও তার প্রতারণা থামে নি। এ নিয়ে এতোদিন কেউ ভয়ে মুখ না খুললেও স¤প্রতি তার বিরুদ্ধে সবাই মুখ খুলতে শুরু করেছেন। প্রতারক শাহীন আল মামুন সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনী এলাকার মৃত কাঞ্চন মাস্টারের ছেলে। জানা যায়, ঢাকা, ব্রাক্ষণবাড়িয়া ও নারায়ণগঞ্জ জেলায় ৩টি চেক জালিয়াতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন শাহিন আল মামুন। এর মধ্যে একটি মামলায় সে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বন্দর স্টিল মিলসের মালিক রুবেল বলেন, পুরাতন লোহা দেওয়ার কথা বলে ৫০ লাখ টাকা নেন তিনি। কিন্তু লোহা না বুঝিয়ে না দিয়ে আমার সঙ্গে নানাভাবে তালবাহানা শুরু করে। মতিঝিল থানায় এই বিষয়ে মামলা চলমান রয়েছে বলে জানান তিনি। সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, সিএনএন বাংলা টিভির ডিরেক্টর বানানোর কথা বলে তিনি আমার কাছ থেকে ১ কোটি টাকা নেন। এই বিষয়ে আমি কোর্টে মামলা করেছি। পাশাপাশি সিএনএন বাংলা টিভির ডিরেক্টর বানাবে এই কথা বলে আহসান গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসানের কাছ থেকেও সোয়া ১ কোটি টাকা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া পুরাতন লোহা সরবরাহ করা হবে বলে কেরানীগঞ্জসহ চিটাগাংরোডের বিভিন্ন পার্টি থেকে ৮০ লাখ, দেড় কোটি টাকাসহ এভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯