আজ মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২১ জিলকদ ১৪৪৬ | সকাল ৬:৪৩

নয় মাসে কতিপয় নেতার ভাগ্য বদল!

ডান্ডিবার্তা | ১৯ মে, ২০২৫ | ৮:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে প্রায় ৯ মাস হতে চললো। এই নয় মাসে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপির নেতাকর্মীরা। ২০২৪ সালের ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের প্রায় সকল সেক্টর বিএনপি নেতাকর্মীরা দখলে নিয়ে নিয়েছে। বিগত ১৭ বছর সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করে পুলিশের হামলা মামলা আর নির্যাতনে প্রায় নি:স্ব হয়ে যাওয়া বিএনপি নেতাকর্মীরা যেনো আকষ্মিক হাতে আলাদিনের চেরাগ পেয়ে গেছেন যার ছোঁয়ার রাতারাতি তাদের দিন বদলে গেছে। নির্বাচনের দাবিতে অনড় বিএনপি নেতারা নির্বাচনের আগেই তাদের আখের গুছিয়ে নিচ্ছেন বলে ধারনা রাজনীতি সংশ্লিষ্টদের। ঘটনা সূত্রে প্রকাশ, ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে আর ক্ষমতার স্বাদ পায়নি বাংলাদেশের অন্যতম বৃহত রাজনৈতিক দল বিএনপি। এ সময়ের মধ্যে স্বৈরাচারি হাসিনা সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন দলটির নেতাকর্মীরা। ফলস্বরূপ হাসিনার পালিত পুলিশ বাহিনীর দেওয়া অসংখ্য মিথ্যা মামলার আসামী হয়ে দিনের পর দিন তাদেরকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করতে হয়েছে, জেল খাটতে হয়েছে বারবার। এতে করে তাদের অর্থনৈতিক অবস্থা বেশ নড়বড়ে হয়ে গিয়েছিলো। যারা ব্যবসা বানিজ্য করতো তাদের ব্যবসায় বড় ধরনের লোকসানের মুখে পরতে হয়েছিলো আর যারা চাকুরি করতো তাদের অবস্থাতো বলার মতো ছিলো না। তবুও তারা সুদিনের আশায় দলের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে গেছে নিরন্তর। অবশেষে তাদের ভাগ্যের চাকা ঘুরে যায় ২০২৪ সালের ৫ আগষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচারি শেখ হাসিনা। সেই সাথে আওয়ামীলীগের মন্ত্রী এমপি ও শীর্ষ রাজনৈতিক নেতারাও গা ঢাকা দেন। রাজনৈতিক মাঠ পুরোটাই ফাঁকা হয়ে যায়। আর এ সুযোগ পুরোটাই কাজে লাগান বিএনপির নেতাকর্মীরা। আওয়ামীলীগ নেতাকর্মীদের দখলে থাকা বিভিন্ন সেক্টর নিজেদের দখলে নিয়ে নেন তারা। রাতারাতি কাঁচা টাকা আসতে থাকে তাদেও হাতে আর বদলে যায় তাদের দিন। সূত্র মতে, নারায়ণগঞ্জ হচ্ছে শিল্প বানিজ্যের তীর্থভূমি। বিশেষ করে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্প নগরী, সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড, কাঁচপুরের শিল্প এলাকা, মেঘনা শিল্প এলাকা, নিতাইগঞ্জের খাদ্যপণ্যের পাইকারি আড়ৎ, টানবাজারের রং সুতার ব্যবসা, নারায়ণগঞ্জের পরিবহন সেক্টর, বিভিন্ন নদীর ঘাট থেকে শুরু করে কালীরবাজার, দ্বিগুবাবুর বাজারের কাঁচামালের ব্যবসা এমনকি শহরের ফুটপাতের হকার নিয়ন্ত্রণ পর্যন্ত চলে আসে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হাতে। যার ফলে দীর্ঘদিন পর আবারো সুদিন ফিরে পায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। ৫ আগষ্টের পরে এই নয় মাসে অনেকের গাড়ি বাড়ি হয়ে যায়, চলাফেরায়ও আসে বৈপ্লবিক পরিবর্তন। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার আগেই তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যান। পরিচয় প্রকাশ না করার শর্তে বিএনপির এক কর্মী বলেন, এই এক বছর আগেও বিভিন্ন কর্মসূচিতে এসে ওয়ার্ড সভাপতি/সেক্রেটারীর কাছ থেকে ৫০০/১০০০ টাকা চেয়ে নিয়ে যেতো যেই নেতা সে এখন গাড়ি কিনেছে। সারাক্ষণ তার চারপাশে পাইক পেয়াদারা ঘুরঘুর করে। এই নয় মাসে আমাদের নেতারা আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেছে। নির্বাচনের আগেই তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা