
বন্দর প্রতিনিধি
বন্দরে এক গার্মেন্টস কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ক্লাবঘরে দীর্ঘ ৩৬ ঘন্টা আটক রেখে শারীরিক নির্যাতনের পর নগদ ৪৬ হাজার টাকা হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অন্তরসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। নির্যাতিত গার্মেন্টস কর্মী সোহেল বন্দর থানার ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ কলেজ মাঠপাড়া এলাকার আইয়ুব খানের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বাদী হয়ে গতকাল রোববার দুপুরে ছাত্রলীগ নেতা অন্তর, আকিল ও সাকিবের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত ১৫ মে রাত ১২টায় বন্দর থানার একরামপুর পৌরসভা সামনে রাস্তা থেকে ওই গার্মেন্টস কর্মীকে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নির্যাতিত সোহেল গণমাধ্যমকে জানান, আমি পেশায় একজন গার্মেন্টস কর্মী। বিবাদী অন্তর, আকিল ও সাকিবসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। বন্দর থানার ২৩নং ওয়ার্ডের বাসিন্দা ছাত্রলীগ নেতা অন্তরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে আমার বিরোধ চলছিল। প্রতিদিনের ন্যায় গত ১৫ মে রাত ১২টায় আমি কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বন্দর থানার একরামপুর পৌরসভার সামনে পৌছলে ওই সময় প্রতিপক্ষ অন্তর, আকিল ও সাকিবসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বিবাদী মোটর সাইকেলযোগে এসে আমার পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বকভাবে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আকিজ ফ্লাওয়ার মিলস গেইটের সামনে তাদের নিজেস্ব ক্লাবে নিয়ে যায়। সেখানে উল্লেখিতরা আমাকে ৩৬ ঘন্টা আমাকে আটকে রেখে হত্যার উদ্দেশ্যে শারিরীক নির্যাতন চালিয়ে আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে ৪৬ হাজার টাকা ও দেড় ভরির ওজনের রুপার একটি বেস লাইট যার মূল্য অনুমান ২ হাজার ৬’শ টাকা জোরপূর্বকভাবে হাতিয়ে নেয়। আমার ডাকচিৎকারের শব্দ পেয়ে স্থানীয় এলাকার বড় ভাই মোঃ হানিফ (৩০) এর মধ্যস্থাতায় আমি বন্দীশালা থেকে মুক্তি পাই এবং উল্লেখিতরা আমার কাছ থেকে আরোও ৭০ হাজার টাকা দাবি করে। আমি যদি তাদের দাবিকৃত টাকা না দেই তারা আমাকে হত্যা করাসহ বা আমার পরিবারের জানমালের ক্ষতিসাধন করবে হুমকি প্রদান করে।
ই
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯