
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো: চৌধুরীর অপকর্মের কারনে পুরো নারায়ণগঞ্জ জেলা বিএনপির ইমেজ সঙ্কট দেখা দিয়েছে। রাজনীতির সুতিকাগার হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে এ ধরনের একটি ঘটনাকে বড় ধাক্কা হিসেবে দেখছেন রাজনীতি সংশ্লিষ্টরা এবং দ্রæতই সে ইমেজ ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন তারা। সূত্রে প্রকাশ, গত বছরের ২৪ ডিসেম্বর মো: গিয়াসউদ্দিন ও গোলাম ফারুক খোকনের নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়। এরপর চলতি বছরের ২ ফেব্রæয়ারি অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে ৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি এবং ২৫ মার্চ ৩৩ সদস্যের পূর্নাঙ্গ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। পূর্নাঙ্গ আহবায়ক কমিটিতে সদস্য পদ দেয়া হয় ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো: চৌধুরীকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ১৫ মে বিএনপির সকল পদ থেকে রিয়াদ চৌধুরীকে বহিস্কার করা হয় এবং ঐদিনই ঢাকার শাহজালাল অন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করে পুলিশ। এ পর্যন্ত রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে এবং অসংখ্য চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। রিয়াদ মো: চৌধুরীর ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে অনেকখানি। বিশেষ করে গত ১৫ বছর সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ জেলা বিএনপির গৌরবাজ্জল ভূমিকার প্রশংসা ছিলো দেশব্যাপী। স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের হামলা মামলা নির্যাতন সহ্য করেও লাগাতার রাজপথে অন্দোলন সংগ্রাম করা জেলা বিএনপির সেই স্বর্ণালী ভাবমূর্তি রিয়াদ চৌধুরীর কারনে প্রশ্নের মুখে পড়ে, দেখা দেয় প্রচন্ড ইমেজ সঙ্কট। রিয়াদ চৌধুরীর কারনে বিব্রত হতে হচ্ছে নেতাকর্মীদের। তাছাড়া বিএনপির হাইকমান্ডের কাছেও প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে জেলা বিএনপির বর্তমান নেতৃত্বকে। বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুডবুকে থাকা নারায়ণগঞ্জ জেলা বিএনপি রিয়াদ কান্ডে পুরোই ব্যাকফুটে চলে গেছে। তাই হারানো সে ইমেজ ফিরিয়ে আনাই নারায়ণগঞ্জ জেলা বিএনপির জন্যে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯