আজ মঙ্গলবার | ২০ মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২১ জিলকদ ১৪৪৬ | দুপুর ১২:৫৮
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম-আইভী সহ ২১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা    ♦     ডিজিটাল জরিপে ভ’মি জটিলতা কমে আসবে : মহাপরিচালক    ♦     পলাশ বাহিনী বহাল তবিয়তে    ♦     উদ্বোধনের ৩ বছরেই শীতলক্ষা তৃতীয় সেতুর সংযোগ সড়কে ধ্বস    ♦     শহরে পার্কিং বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     রুপায়ন টাউনের আওয়ামী ক্যাডার নাজিমুদ্দিনের বাহাদুরি    ♦     সবাইকে নিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান    ♦     মামলা বানিজ্যকারীদের পরিনতি স্বৈরাচার হাসিনার মতো হবে    ♦     শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কার আতঙ্কে ১৫ যাত্রীর নদীতে ঝাপ    ♦     কাঠগড়ায় নুসরাত ফারিয়ার ৩০ মিনিট    ♦    

মামলা বানিজ্যকারীদের পরিনতি স্বৈরাচার হাসিনার মতো হবে

ডান্ডিবার্তা | ২০ মে, ২০২৫ | ৮:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল সোমবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলামের সঞ্চালনায় জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, জেলার সাবেক সদস্য ও তরুণ সংবাদকর্মী জিসানের মুক্তির দাবিতে জেলা দায়রা ও জজ আদালত প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, “নারায়ণগঞ্জসহ সারাদেশে মামলা বাণিজ্য ও প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে ধারাবাহিক অপচেষ্টা চলছে, তা গণতন্ত্র ও নাগরিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সাবেক সদস্য,তরুন সংবাদকর্মী, জুলাই আন্দোলনের সহযোদ্ধা জান্নাতুল ফেরদৌস জিসানকে মিথ্যা হয়রানিমূলক মামলায় রাতের আঁধারে আওয়ামী কায়দায় গ্রেফতার করে দিনের পর দিন তাকে কারাগারে রাখা হচ্ছে, অলৌকিক নির্দেশে জামিন আবেদন নামঞ্জুর করা হচ্ছে। স্বাধীন-ন্যায্য বিচারব্যবস্থার আকাঙ্ক্ষায় গড়া অভ্যুত্থান পরবর্তী এই সময়েও পূর্বের ন্যায় বিচারবিভাগ বিভিন্ন রাজনৈতিক মহলের কাছে, বিভিন্ন ব্যাক্তির কাছে কুক্ষিগত হচ্ছে, যা রাষ্টের স্বকিয়তার জন্য হুমকি। মামলা বানিজ্য নিয়ে হুশিয়ার করে তিনি বলেন, যারা এখনো মামলা বানিজ্য করছেন, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করছেন তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে। আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আইনি প্রক্রিয়ায় জিসানের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরিক্ষার্থী জিসানের পরবর্তী জীবনে এই কারাবরণের বিরুপ প্রভাব কিংবা বিপর্যয় না ঘটে সেই দায় বহন করে তার স্বাভাবিকভাবে জীবনের নিশ্চয়তা দিতে হবে। বক্তব্যে অর্থ সম্পাদক শাহিন মৃধা বলেন,”বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য, অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা এবং সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে কোনো দমন-পীড়নই মুক্তির আকাঙ্ক্ষাকে স্তব্ধ করতে পারেনি। জিসানের গ্রেফতার নিছক একজন সংবাদকর্মীর বিরুদ্ধে নয়; এটি গোটা গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে প্রতিহিংসার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, “রাতের অন্ধকারে তাকে তুলে নেওয়া শুধু মানবাধিকার লঙ্ঘনের নয়, এটি প্রমাণ করে যে এ গ্রেফতারের পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে। বাংলাদেশের বিচারবিভাগকে সকল রাজনীতির প্রভাবমুক্ত করতে হবে। এর জন্যে প্রশাসনকে কঠোর অবস্থান নিশ্চিত এবং জবাবদিহিতার চর্চায় অনুপ্রবেশ করতে হবে। জিসানের মুক্তি চেয়ে তিনি আরো বলেন, জিসানের অবিলম্বে মুক্তি, তার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির অবসানের দাবি জানাই। একইসঙ্গে বিচার ও আইন ব্যবস্থার প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করার আহŸান জানাই। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার অর্থ সম্পাদক শাহিন মৃধ, তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহŸায়ক মৌমিতা নূর, কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহবায়ক অনামিকা চৌধুরী, ভোলাইল আঞ্চলিক কমিটির আহŸায়ক মাহাদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক সৃজয় সাহা, দপ্তর সম্পাদক অপূর্ব রয়, প্রচার সম্পাদক রাতুল দেওয়ান, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্ত শেখ সহ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শাখার কর্মী-সংগঠকরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা