
ডান্ডিবার্তা রিপোর্ট
অবৈধ কর্মকান্ডে জড়িত এবং একাধিকবার জনরোষের মুখে পড়া সমাজচক্রের মূল হোতা রতন শিকদার ওরফে জুয়ারি রতন এবার কোরবানীর পশুর হাট নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। এলাকায় ইতোমধ্যেই তিনি এবং তার অনুসারীরা হাট ইজারা নেওয়ার পেছনে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। স্থানীয়দের আশঙ্কা, যদি এ-ই হাট তার হাতে চলে যায়, তাহলে তা মাদক, জুয়া ও চাঁদাবাজীর নতুন কেন্দ্রস্থলে পরিণত হবে। রতন শিকদারকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। স¤প্রতি স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে তাকে এলাকার একটি সংঘবদ্ধ জুয়া চক্রের প্রধান হিসেবে চিহ্নিত করা হয়। একইসাথে তার ভাগিনা সাগরকে মাদক ব্যবসার সঙ্গে সরাসরী জড়িত বলেও উল্লেখ করা হয়। এ-ই সংবাদ প্রকাশের পর এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়েন এবং রতন-সাগর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বিষয়টি নিয়ে প্রতিবাদরত এক যুবককে অপহরণ করে নির্যাতন করারও অভিযোগ রয়েছে রতন’র বিরুদ্ধে। যা নিয়ে ইতোমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা অভিযোগ ও পুলিশি হয়রানির কারণে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে রতন শিকদার কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে অবৈধভাবে হাট দখলে নিতে চেষ্টা করছেন। তার অনুসারীরা এলাকাজুড়ে হুমকি প্রদান ও চাঁদাবাজী শুরু করেছে। যাতে অন্য কেউ হাট ইজারার আবেদন না করে। রতন’র মতো একজন বিতর্কিত ব্যক্তি কোরবানীর অস্থায়ী হাট নিয়ন্ত্রণে আসলে সৎ ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে। চাঁদাবাজী, সন্ত্রাস ও মাদক সেখানে প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠবে। এতোসব অভিযোগ ও পূর্ব ইতিহাস থাকা সত্তে¡ও রতন’র এ-ই তৎপরতা প্রশাসনের নাকের ডগায় ঘটে চলেছে। এ নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, একজন সমাজবিরোধী কীভাবে সরকারী হাটের মতো গুরুত্বপূর্ণ জায়গা পরিচালনার দায়িত্ব পেতে পারে? স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে জোড় দাবী জানিয়েছেন, রতন শিকদার যেন কোনো ভাবেই হাটের ইজারা না পান। তারা চান, কোরবানীর অস্থায়ী হাট পরিচালনা হোক একটি স্বচ্ছ, সুশৃঙ্খল, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯