আজ বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২২ জিলকদ ১৪৪৬ | ভোর ৫:৫৪
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা-শামীম-আইভী সহ ২১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা    ♦     ডিজিটাল জরিপে ভ’মি জটিলতা কমে আসবে : মহাপরিচালক    ♦     পলাশ বাহিনী বহাল তবিয়তে    ♦     উদ্বোধনের ৩ বছরেই শীতলক্ষা তৃতীয় সেতুর সংযোগ সড়কে ধ্বস    ♦     শহরে পার্কিং বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     রুপায়ন টাউনের আওয়ামী ক্যাডার নাজিমুদ্দিনের বাহাদুরি    ♦     সবাইকে নিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান    ♦     মামলা বানিজ্যকারীদের পরিনতি স্বৈরাচার হাসিনার মতো হবে    ♦     শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কার আতঙ্কে ১৫ যাত্রীর নদীতে ঝাপ    ♦     কাঠগড়ায় নুসরাত ফারিয়ার ৩০ মিনিট    ♦    

কোরবানির অস্থায়ী পশুর হাট নিতে রতন জুয়ায়ী

ডান্ডিবার্তা | ২০ মে, ২০২৫ | ৭:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অবৈধ কর্মকান্ডে জড়িত এবং একাধিকবার জনরোষের মুখে পড়া সমাজচক্রের মূল হোতা রতন শিকদার ওরফে জুয়ারি রতন এবার কোরবানীর পশুর হাট নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। এলাকায় ইতোমধ্যেই তিনি এবং তার অনুসারীরা হাট ইজারা নেওয়ার পেছনে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। স্থানীয়দের আশঙ্কা, যদি এ-ই হাট তার হাতে চলে যায়, তাহলে তা মাদক, জুয়া ও চাঁদাবাজীর নতুন কেন্দ্রস্থলে পরিণত হবে। রতন শিকদারকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। স¤প্রতি স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে তাকে এলাকার একটি সংঘবদ্ধ জুয়া চক্রের প্রধান হিসেবে চিহ্নিত করা হয়। একইসাথে তার ভাগিনা সাগরকে মাদক ব্যবসার সঙ্গে সরাসরী জড়িত বলেও উল্লেখ করা হয়। এ-ই সংবাদ প্রকাশের পর এলাকাবাসী প্রতিবাদে ফেটে পড়েন এবং রতন-সাগর চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বিষয়টি নিয়ে প্রতিবাদরত এক যুবককে অপহরণ করে নির্যাতন করারও অভিযোগ রয়েছে রতন’র বিরুদ্ধে। যা নিয়ে ইতোমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাল্টা অভিযোগ ও পুলিশি হয়রানির কারণে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে রতন শিকদার কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা নেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে অবৈধভাবে হাট দখলে নিতে চেষ্টা করছেন। তার অনুসারীরা এলাকাজুড়ে হুমকি প্রদান ও চাঁদাবাজী শুরু করেছে। যাতে অন্য কেউ হাট ইজারার আবেদন না করে। রতন’র মতো একজন বিতর্কিত ব্যক্তি কোরবানীর অস্থায়ী হাট নিয়ন্ত্রণে আসলে সৎ ব্যবসা করা অসম্ভব হয়ে পড়বে। চাঁদাবাজী, সন্ত্রাস ও মাদক সেখানে প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠবে। এতোসব অভিযোগ ও পূর্ব ইতিহাস থাকা সত্তে¡ও রতন’র এ-ই তৎপরতা প্রশাসনের নাকের ডগায় ঘটে চলেছে। এ নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, একজন সমাজবিরোধী কীভাবে সরকারী হাটের মতো গুরুত্বপূর্ণ জায়গা পরিচালনার দায়িত্ব পেতে পারে? স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে জোড় দাবী জানিয়েছেন, রতন শিকদার যেন কোনো ভাবেই হাটের ইজারা না পান। তারা চান, কোরবানীর অস্থায়ী হাট পরিচালনা হোক একটি স্বচ্ছ, সুশৃঙ্খল, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা