
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগের সা¤প্রতিক মিছিল এবং রাজনৈতিক সক্রিয়তা নিয়ে বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক ড. জাহেদ উর রহমান। তিনি মনে করেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সরকার এবং বিরোধী দলের প্রতিক্রিয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মিছিলের পেছনের কৌশল ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিও গভীরভাবে মূল্যায়নের দাবি রাখে। ড. জাহেদ বলেন, ‘‘এই প্রথম আমি বলছি, আওয়ামী লীগের মিছিলে যখনই গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে, বিএনপি বা অন্য কেউ বাধা দেয়ার চেষ্টা করেছে, খুবই বীরের মতো সেলফি তুলে দেখাতে দেখেছি যে কাউকে ধরে নিয়ে যাচ্ছে, আমি এই প্রত্যেকটির প্রতিবাদ করেছি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ দল ছিল না। তার যেকোনো রাজনৈতিক কর্মসূচী যদি ভায়োলেন্ট না হয়ে থাকে, তাহলে তাকে বাধা দেয়ার অধিকার সরকারের ছিল না।’’ তিনি আরও বলেন, ‘‘তবে এখন যেই প্রক্রিয়ায় তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে সমালোচনা করতে পারেন।’’ আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। ড. জাহেদ বলেন, ‘‘শেখ হাসিনা চান আওয়ামী লীগের নেতারা দেশে আসুক। এর সাথে মিছিলের যোগসূত্র খুঁজে পাওয়া যাবে। শেখ হাসিনা চান তারা দেশে এসে মিছিল করুক, তারা কোনো না কোনো জায়গায় যেয়ে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করুক। খেয়াল করবেন পশ্চিমা দেশগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা পছন্দ করে না।’’ রাজনীতিতে সরকারের দ্বৈত অবস্থান এবং আন্তর্জাতিক সমীকরণ—এই দুইয়ের মধ্যে যে টানাপোড়েন চলছে, তা তুলে ধরে তিনি বলেন, ‘‘সরকারও জানে, বিদেশি শক্তিগুলোর চাপের কারণে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ কঠিন। ফলে রাজনৈতিক উত্তেজনা উসকে দিয়ে কিংবা সীমিত সহনশীলতার বার্তা দিয়ে তারা একটি নতুন বার্তা দিতে চাইছে।’’ বিশ্লেষকদের মতে, এই বক্তব্যগুলো কেবল রাজনৈতিক কৌশল ব্যাখ্যা করে না, বরং ক্ষমতার রাজনীতিতে পরিবর্তিত সমীকরণের দিকেও ইঙ্গিত করে। আওয়ামী লীগের মিছিল তাই শুধু রাস্তায় হাঁটার কর্মসূচী নয়—তা হতে পারে একটি বড় ক‚টনৈতিক বার্তার বাহক।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯