
ডান্ডিবার্তা রিপোর্ট
দিন দিন নারায়ণগঞ্জ শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। অপরিকল্পিত নগরায়ন। শহরময় যানজট, ফুটপাত দখল, অবৈধ স্ট্যান্ড ও পাকিংয়ের কারনে নগরবাসী যেমন দিন দিন ভোগান্তির শিকার হচ্ছে সেই সাথে আরো ভোগান্তি বাড়িয়ে দিয়েছে বৃষ্টি। শহরের সড়কগুলি বৃষ্টির পানিতে রাস্তাঘাট তলিয়ে গিয়ে শহরবাসী আরো চরম ভোগান্তির শিকার হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সিটি টেক্স নিলেও নাগরিকরা সুবিধা বঞ্চিত হচ্ছে। একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি করপোরেশন এত উন্নয়ন করেছে। কিন্তু আজ সড়কগুলি পানিতে তলিয়ে যাওটা হলো উন্নয়নের চিত্র। এদিকে কচ্ছপের গতিতে এগোচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)-এর বঙ্গবন্ধু সড়কে গভীর ড্রেন নির্মাণ প্রকল্প। প্রকল্প শুরুর ৮ মাস পেরিয়ে গেলেও এখনো অর্ধেক কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। এর মধ্যে বর্ষার জলাবদ্ধতা যুক্ত হয়ে ভোগান্তিকে আরও তীব্র করেছে।
শহরের জলাবদ্ধতা নিরসন ও উন্নত সুয়ারেজ ব্যবস্থার লক্ষ্যে নাসিকের ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের চাষাঢ়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের দুই পাশে আরসিসি গভীর ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ৭ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পের অর্থায়ন করছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। ৩৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ২০২৪ সালের অক্টোবর মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। এর মধ্যে একটি প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ২৬ জুন, অপরটির ২০২৬ সালের ১০ ফেব্রæয়ারি। তবে নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলেও এখনো ৫০ শতাংশ কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হয় গত বছরের নভেম্বরে, কালিরবাজার মোড় থেকে পশ্চিম পাশে খনন কাজ দিয়ে। এরপর থেকেই শহরের বিভিন্ন এলাকায় খোড়া ড্রেনের মাটি, ইট, বালু, সিমেন্ট দিনরাত ফেলে রাখা হয় মূল সড়কে, ফলে যান চলাচলে তৈরি হয় বাধা। সৃষ্টি হয় ভয়াবহ যানজট। স্থানীয়রা অভিযোগ করেন, স্বল্পসংখ্যক শ্রমিক দিয়ে ধীরগতিতে কাজ করায় এক একটি জায়গায় মাসের পর মাস খোঁড়াখুঁড়ি চলেছে। খোড়া জায়গাগুলো অরক্ষিত থাকায় প্রায়ই পথচারীরা গর্তে পড়ে আহত হচ্ছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে চলতি মে মাসজুড়ে বর্ষার বৃষ্টি। গতকাল মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া টানা ও ভারী বৃষ্টিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হাঁটুপানিতে তলিয়ে যায় পুরো শহর। ড্রেন নির্মাণ চলায় বৃষ্টির পানি ঠিকভাবে অপসারণ না হওয়ায় দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা থাকে রাস্তায়। ভোগান্তির কথা জানিয়ে সিএনজি চালক আব্দুল হান্নান বলেন, “অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে। গাড়ি চালাতে পারি না, যাত্রীও পাই না। ইঞ্জিনে বারবার পানি ঢুকলে নষ্ট হয়ে যায়। ইঞ্জিন নষ্ট মানেই বিশাল খরচ।” আরও ক্ষোভ প্রকাশ করে পথচারী মো. রশিদ বলেন, “সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। বর্ষার আগে ড্রেনের কাজ শেষ করার কথা। কিন্তু এখানে বর্ষার সময়েই ড্রেন খোঁড়া হয়। প্রশাসনের কি কোনো পরিকল্পনা নেই? আমাদের এই দুর্ভোগ প্রাকৃতিক না, প্রশাসনের সৃষ্টি।” নগরবাসী মনে করছেন, প্রকল্পের পরিকল্পনায় ঘাটতি ও নজরদারির অভাবেই এই দুর্দশার সৃষ্টি হয়েছে। তারা দ্রæত কাজ শেষ করে রাস্তাঘাট সচল করার দাবি জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯