আজ বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২২ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:৪৮

রূপগঞ্জে যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে জখম

ডান্ডিবার্তা | ২১ মে, ২০২৫ | ৬:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পূর্ব শত্রæতার জের ধরে রাকিব (২৬) নামের এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে পিটিয়ে মারাত্বক জখম করেছে সন্ত্রাসীরা। গত সোমবার রাত সাড়ে ১০টায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাকিবকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাকিবের মা রিনা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। আহতের মা রিনা বেগম জানান, পূর্ব শত্রæতার জের ধরে গত সোমবার রাত ১০টায় একই এলাকার আমজাদ আলী ও তার বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বসত বাড়িতে এসে ডাকাডাকি করতে থাকে। কারন জিজ্ঞাসা করলে আমাদেও অকথ্য খাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ঘরে ঢুকে জোর পূর্বক রাকিবকে উঠাইয়া আমজত আলীর অফিসে নিয়া আসে। আমজাত আলীর অফিসের ভিতরে কয়েকজন মিলে রাকিবকে পিটিয়ে মারাত্বক জখম করে। এতে রাকিব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রাকিবকে বাচাঁতে আসলে আমজাত আলী আমাকে বলে দুই লাখ টাকা দিয়া তোর ছেলেকে নিয়া যা। অন্যথায় রাকিবকে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে স্থাণীয়রা এসে রাকিবকে উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ৫ জনকে নামীয় ও আরও ৩ জনকে অজ্ঞাত আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার জাফর আলীর ছেলে আমজাত আলী, মাজহারুলের ছেলে হাসান, আমজত আলীর ছেলে আলিফ, আওলাদ মিয়ার ছেলে সিয়াম ও মনির মিয়ার ছেলে রিফাত। এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা