আজ বুধবার | ২১ মে ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২২ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:৪০

গোগনগরে যুবদল নেতা কিং মন্টু বেপরোয়া!

ডান্ডিবার্তা | ২১ মে, ২০২৫ | ৬:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগষ্টে ছাত্র-জনতার গনঅভ্যুথ্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা। ৮ আগষ্ট নোভেলজয়ী ড.মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে শুরু হয় অন্তবর্তী সরকারের পথ চলা। ৫ আগষ্ট দুপুর ৩টায় হেলিকপ্টার যোগে বোনকে নিয়ে শেখ হাসিনার পালানোর পর থেকেই অনেক অঘোষিতভাবেই নিজেদেরকে সরকারী দলের লোক ভেবেই দেশব্যাপী ত্রাসের রাজত্ব শুরু করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এমন কোন সেক্টর বাদ নেই যেখানে তাদের পদচারনা নেই। যে বিএনপির নেতা কিংবা কর্মী আদালতে হাজিরা দিতে গেলে টাকা ছিলনা সেই নেতারা এখন টাকার কুমিড়ে পরিনত হয়েছেন। তেমনী একজন হচ্ছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাসেল আহমেদ মন্টু। যদিও বিভিন্ন ব্যানার কিংবা ফেষ্টুনে আহবায়ক লেখা থাকলেও তিনি নিজেকে ইউনিয়ন সভাপতি পরিচয়েই দাবড়িয়ে বেড়াচ্ছেন। আর বীরদর্পে করে চলেছেন অনৈতিক কাজ। সম্প্রতি একটি ব্যাটারীচালিত গাড়ি চোরকে আটকের পর নিজ এলাকায় নিয়ে আসলে উক্ত চোরকে নিজ জিম্মায় রাখার পর থেকেই জনমনে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। স্থানীয়রা জানান, এলাকাতে মাদক বিক্রির শেল্টার,ছিচকে চুরি-ছিনতাই এমনকি ব্যাটারী চালিক ইজিবাইক কিংবা মিশুক চোরদের অন্যতম গডফাদার হিসেবেও মন্টুর নামটি উচ্চারন করেন স্থানীয়রা। মন্টু নিজেকে অনেকটা এমপি ভাবা শুরু করেছেন। ইউনিয়নের কোন সিনিয়র নেতাদেরকে তিনি পাত্তাই দিচ্ছেননা। খেয়াল খুশি মত যা করার করে যাচ্ছেন সেটা ভালো কিংবা মন্দ। বিশেষ করে অটো চোরকে স্থানীয় কর্তৃক আটকের পর নিজের জিম্মায় নিয়ে তিনি নিজেকে আলোচনার কেন্দ্র-বিন্দুতে নিয়ে আসেন। স্থানীয়রা জানান, কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোগনগরের ৯টি হাটের মধ্যে বেশ কয়েকটি হাট নিজের আয়ত্বে নেয়ার পায়তারা করছে। এবার সে হাট নিজের নামে নিতে ব্যস্ত হয়ে পড়েছে গোগনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাসেল আহমেদ মন্টু এবং সদস্য সচিব দাবীদার আল কাউসার। আল কাউসার যিনি মন্টুকে বিভিন্ন অপকর্মের জন্য অর্থের যোগানদাতা হিসেবে সহযোগিতা করছেন বলে একাধিক সুত্রে জানা যায়। এ পশু হাট ভাগিয়ে নেয়ার জন্য অনেক নিরীহ যুবককে মাদকের স¤্রাট কিংবা মাদক বিক্রেতা আখ্যা দিয়ে সমাজে তাদেরকে বিব্রত করে তুলেছে। এছাড়া মন্টুর বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। বিভিন্ন অপরাধকর্ম করে মন্টু নিজে তার ফেসবুক আইডিতে একটি ছবির উপর কিং শব্দটি ব্যবহার করেন যা নিয়ে এলাকাজুড়েই চলছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকে বলছেন আসলেই মন্টু এখন গোগনগরে বিভিন্ন অপরাধের জগতের একজন নব্য কিং। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, মন্টু বর্তমানে যে হোন্ডাটি ব্যবহার করছেন সেটা তার নিজের নয়। মন্টুর পরিচিত এক মাদক বিক্রেতা মাদকসহ মুন্সিগঞ্জে আটক হলে তাকে ছাড়িয়ে আনেন এবং কৌশলে পুলিশ দিয়ে সেই হোন্ডাটি আটক করিয়ে রাখেন মন্টু। পরবর্তীতে পুলিশের সাথে যোগসাজেস করে সেই আটককৃত হোন্ডাটি নিজের হেফাজতে নিয়ে আসেন এবং সেটা নিয়েই দিব্ব্যি ঘুরে বেড়াচ্ছেন মন্টু। আবদুল আউয়াল নামে স্থানীয় একজন বলেন, ৫ আগষ্টের আগেও এ মন্টুকে খাবার যোগাড় করতে গিয়ে হিমসিম খেতে হতো। কিন্তু পটপরিবর্তনের পর থেকেই বিভিন্নভাবে অবৈধভাবে উপার্জিত অর্থের মাধ্যমে তিনি এখন প্রচুর টাকার মালিক। তিনি আরও বলেন, মন্টুর পিতা আবু সাঈদ শহরের টানবাজার এলাকায় একটি মদের দোকানে চাকুরী করতেন। অথচ গত ৮ মাসে প্রচুর টাকা উপার্জনের পর এখন মন্টুর ভেতরে এখন এমন ভাব উঠেছে যে তারা জন্ম থেকেই কোটিপতি পরিবারের সন্তান। নাম প্রকাশে অনচ্ছিুক আরও একাধিক স্থানীয়রা জানান, মন্টু এখন এতটাই বেপরোয়া মনোভাবে চলাচল করছে যে সে কারোর কোন কথা কর্নপাত করছেনা। পুরো গোগনগর ইউনিয়নকে মাদকের আখড়া হিসেবে গড়ে তুলেছে বিভিন্ন মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে। মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে এলাকাতে ছিচকে চুরি, ছিনতাইসহ ছোটখাটো অপরাধের পরিমান বেড়ে গেছে। তারা আরও বলেন,শহর ও শহরতলীতে যে ব্যাটারীচালিত ইজিবাইক ও মিশুকগুলো চুরি ঘটনা ঘটছে তার পেছনেই নাকি এ রাসেল আহমেদ মন্টুর সম্পৃক্ততা রয়েছে। তবে স্থানীয়দের মতে,ইউনিয়ন যুবদলের সভাপতি পরিচয়দানকারী রাসেল আহমেদ মন্টুকে আইনের আওতায় আনা হলে গোগনগরে মাদকসহ বিভিন্ন ঘটে যাওয়া অপরাধের অনেক তথ্যাদি উদঘাটন হবে। এ বিষয়ে গোগনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাসেল আহমেদ মন্টুর ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বানোয়াট। চোরের বিষয়টা শুনে আমি মাওয়া থেকে দ্রæত চলে আসি এবং মিনহাজ মিঠু ভাইয়ের মাধ্যমে গাড়ির মালিককে জরিমানার টাকা দিকে সহায়তা করা হয়েছে। নিজের ব্যক্তিগত পরিচয় সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন,ভাই আমরা পুর্বের থেকেই বিত্তশালী। আমার দাদা ছিলেন গ্রাম সরকার। আমার পরিবারের অনেক সদস্য প্রবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা