আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৯:২৬

আড়াইহাজারে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে ছিনতাইসহ নানা অপকর্মের অভিযোগ

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৫ | ৬:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর গ্রামে বিএনপির নাম করে একদল সন্ত্রাসী বাহিনী ইউনিয়ন জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ওই বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের অভিযোগ করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর মতে, সন্ত্রাস বাহিনীর অভিযুক্তদের মধ্যে প্রধান হলো কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর গ্রামের মো: শামসুল হক মেম্বার ও তার দুই ছেলে মো: বজলু ও মো: সবুজ, মো: কাশুর ছেলে মোবারক হোসেন, মৃত মফিজদ্দিনের দুই ছেলে সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দি ও মনির হোসেন, তারা মিয়ার ছেলে মো: আলী, আবেদ আলীর ছেলে মো: আলম, মো: আলেকের দুই ছেলে মো: লিয়াকত ও মো: সৈকত এবং মৃত আ: খালেকের ছেলে মো: সাহা। এছাড়াও পূর্বকন্দী গ্রামের আবুল হাসেমের দুই ছেলে মো: সবু ও মো: ডিনী এবং মৃত মোতালিবের ছেলে মো: জসিম। আওয়ামীলীগের শাসন আমলে তারা একই গ্রামের মোস্তফা মেম্বারের যোগসাজসে সকল অপকর্মের সাথে জড়িত ছিল। অথচ ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই আওয়ামীলীগের দোসরাই এখন বিএনপি’র কর্মী দাবী করে সকল অপকর্মের সাথে জড়িত। এলাকাবাসীর মতে, এরা আসলে বিএনপি’র কর্মী না, তারা হল সুবিধাবাদী, ধোঁকাবাজ। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, কদমিরচর ও বাহেরচর এই দুই গ্রামের মাঝখানে মেঘনা নদীতে বালুমহলের বালু উত্তোলন বন্ধ হলেও চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, ছিনতাই বন্ধ হয়নি। চলমান বালু ভর্তি বলগেট, ইট ভর্তি ট্রলার, অন্যান্য জাহাজ আটকিয়ে তারা প্রতিদিন ২/৩ লাখ টাকা চাঁদা উঠায়। তাছাড়া এসকল যানবাহনের শ্রমিকদের জিম্মি করে নৌপথে চাঁদাবাজি, তাদের মালামালও ছিনতাই ও ডাকাতি করে নিয়ে যায় বাহিনীটি। অন্যদিকে ইউনিয়নের যত বিচার-আচার হয়, সবগুলো থেকে অন্যায়ভাবে টাকা খেয়ে তার পক্ষে রায় করে দেয়। টাকা ছাড়া কোন বিচার আচারই হয় না। সরেজমিরনে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বাহিনীটির এহেন কর্মকান্ডে এলাকাবাসী সর্বদা ভীত সন্ত্রস্ত থাকে। কেননা তাদের অহেতুক হয়রাণীর ভয়ে এলাকাবাসীর কেউই তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। এসময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে স্থানীয় এলাকাবাসী বলেন, ইউনিয়নেজুড়ে খবর নিলে দেখবেন, বাহিনীটি বিএনপির নাম করে চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ নানা অপকর্মের কারণে স্থানীয় বিএনপির বদনাম হচ্ছে। তাদের অপকর্মের কারণে বিএনপির উপর মানুষের আস্থা কমে যাচ্ছে দাবী করে তাদের অপকর্ম থেকে মুক্তি পেতে দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমিরচর গ্রামের বর্তমান চেয়ারম্যান ফয়েজুল হক ডালিম বিষয়টির সত্যাতা স্বীকার করে বলেন, আমরা স্থানীয় এলাকাবাসী বিষয়টি নিয়ে বসেছিলাম। শীঘ্রই একটি সমাধান হয়ে যাবে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আড়াইহাজার থানার ওসি কাজী নাসির উদ্দিন বলেন, আমি এ থানায় নতুন এসেছি। বিএনপির নাম করে কেউ কোন অন্যায় কাজ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আমি যোগদানের পর এরকম কোন অভিযোগ আমার কাছে আসে নি। এদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা