আজ বৃহস্পতিবার | ২২ মে ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৩ জিলকদ ১৪৪৬ | রাত ৯:৫৮

না’গঞ্জে ঐক্যবদ্ধ হচ্ছে যুবদল

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৫ | ৬:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে যুবদল ঐক্য হতে শুরু করেছে। আগামী ২৮ মে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে যুবদল একাট্টা হতে শুরু করেছে। জেড়ে উঠেছে তরুন প্রজন্ম। ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের অধিকার প্রতিষ্ঠায় আগামী ২৮ মে সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম পল বলেছেন, আপনারা প্রস্তুতি নিন। চট্টগ্রামে যে তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হয়েছে, খুলনায় যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ঢাকায়ও সেইরকম তারুণ্যের গণজোয়ার সৃষ্টি হবে। তিনি বলেন, আপনারা আজকের সভার পর প্রতিটি থানা পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। থানার পরে ইউনিয়ন এবং পরে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করবেন। ঢাকায় তারুণ্যের সমাবেশে আপনারা সর্বাত্মক সহযোগীতা করবেন। তিনি আরো বলেন, আমরা এই সমাবেশের মাধ্যমে একটা ঢেউ তুলতে চাই। যারা মনে করছে তরুণ সমাজ তাদের সম্পত্তি, তাদের বুঝিয়ে দিতে চাই বাংলাদেশের যুব সমাজ ও তরুণ সমাজ আমাদের সাথে আছে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহŸায়ক সাদেকুর রহমান সাদেক বলেছেন, আমাদের অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হচ্ছে। তাই দলের বৃহত্তর স্বার্থে আমাদের একসাথে কাজ করতে হবে। আমি আপনাদের সকলকে নিয়েই রাজপথে থাকতে চাই। তিনি বলেন, আপনারা অনেকে অনেক প্রতিশ্রæতি দিয়েছেন। কিন্তু আমাদের অনুষ্ঠানটা স্বার্থক করতে হলে কর্মসূচির শেষ পর্যন্ত থাকতে হবে। আমি আশা করবো প্রতিটি নেতাকর্মীদের আপনারা সেভাবে নির্দেশনা দিবেন। তিনি আরো বলেন, সমাবেশটি অতীতের যেকোন সমাবেশের চেয়ে বড় জনসমুদ্র হবে। আমাদের নেতা তারেক রহমান ঢাকা বিভাগের কর্মসূচিতে বক্তব্য রাখবেন। নারায়ণগঞ্জ ঢাকার চারদিকে ঘেরা। আমরা হেঁটে গেলেও এক ঘন্টায় ঢাকা যেতে পারবো। রূপগঞ্জ, ফতুল্লা ঢাকার অতি নিকটে। আমাদের যথাসময়ে সেখানে পৌঁছাতে হবে। আমাদের মিছিলে টুপি থাকবে। সেখানে লেখা থাকবে নারায়ণগঞ্জ জেলা যুবদল। কোন নেতার নাম বা ছবি থাকবে না। আমাদের তিনজনের নেতৃত্বে যুবদলের সমাবেশে ঢাকার সমাবেশে জেলা যুবদলের নেতাকর্মীরা ঢাকা যাবে। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক খায়রুল ইসলাম সজীব বলেছেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল দেশের খারাপ সময়ে বুক পেতে গুলি নিয়েছে। আমাদের নারায়ণগঞ্জ জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী বঞ্চিত। আমি আমার আহŸায়ক, সদস্য সচিব ও কেন্দ্রীয় নেতাদের বলতে চাই। রনি ভাই আজ এখানে সকলকে পরিচয় করিয়ে দিয়েছে সাবেক ছাত্রদল নেতা হিসেবে। আমি ভাগ্যক্রমে একটি পদ পেয়েছি, নয়ত আমারও নাম থাকতো সাবেক ছাত্রদল নেতা। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদল দুর্দিনে যখন রাজপথে কর্মী ছিল না তখনও রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। তারুণ্যের সমাবেশেও নারায়ণগঞ্জ জেলা যুবদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে। তিনি বলেন, রাজপথে দেখাবো নারায়ণগঞ্জ জেলা যুবদলের ভূমিকা কী। আমি সজীব প্রতিটি সিনিয়র নেতৃবৃন্দের সামনে বলতে চাই সাদেক ও রনি ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করবো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা