আজ শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৪ জিলকদ ১৪৪৬ | রাত ২:২৭

তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সংযোগ সড়কে ধ্বস দ্রæত সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৫ | ৬:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ছয় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩য় শীতলক্ষ্যা সেতু সংযোগ সড়কের পশ্চিম-উত্তর পার্শ্বে মাটি ধ্বসে পড়ার কারনে গোগনগর সৈয়দপুর এলাকাবাসী ও জনগণের অসুবিধা নিরসনে সেতুর লাইট, রাস্তা সংস্কার ড্রেন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে ৩য় শীতলক্ষ্যা সেতু সংযোগ সড়কে গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধন গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আফজাল বলেন, আমরা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এতো বড় একটি সেতু যেটি আমাদের স্বপ্ন ছিল কিন্তু ৩বছর না যেতেই ভেঙ্গে পরে বিশাল ভাঙ্গনের সৃষ্টির কারনে গত সোমবার একটি ট্রাক দূর্ঘটনা হয়। শুধু ট্রাক নয় অনেক ছোট বড় যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে। সেতু যখন হয় এখানে বøক ঢালাই না দিয়ে ড্রেন না রেখে টাকা চুরি করে সেতুর কাজ করেছে। দূর্নীতি ভাবে তৈরি করা হয়েছে। এলাকার কিছু দুর্ষকৃতিকারি আওয়ামী লীগের লোকজনের কারনে ধ্বংস হয়ে যাচ্ছে এলাকা। আমরা এলাকাবাসী জেলা প্রশাসকের নিকট জোড় দাবি জানাচ্ছি সড়কের পশ্চিম-উত্তর পার্শ্বে ড্রেন নির্মান হলে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে আসবে। সেতুটি সংস্কার না করা হলে বড় ধরনের দূর্ঘনার সৃষ্টি হবে। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আয়ব আলী, ইমতিয়াজ, রুহুল আমিন, ফুলচান, আমির চান, গিয়াসউদ্দিন, রমজান, সালাম সহ অন্যান্যরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা