আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | দুপুর ১২:৪৯

যানজট নিরসন ও ড্রেনের কাজ দ্রæত সম্পন্ন করতে নাসিককে চেম্বারের চিঠি

ডান্ডিবার্তা | ২২ মে, ২০২৫ | ৭:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসন ও রাস্তার দুই পাশে ড্রেনেজ কাজ দ্রæত সমাধানের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে আলোচনা ও চেম্বারের পক্ষ থেকে একটি চিঠি হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফরের নেতৃত্বে চেম্বারের প্রতিনিধি দল এই চিঠি হস্তান্তর করেন। এসময় চিঠিতে যানজট সমস্যা সমাধানে ঈদ-উল আযহাকে কেন্দ্র করে এখন থেকে ঈদ-উল আযহা সময় পর্যন্ত চলমান ড্রেন নির্মাণ কাজে নতুন ভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা এবং যে যে স্থানে খনন রয়েছে তা অতিদ্রæত সময়ের মধ্যে নির্মাণ কাজ সুসম্পন্ন করাসহ বিদ্যমান ড্রেন পরিস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি যাতে রাস্তা দিয়ে নির্বিঘেœ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহ কোরবানির পশু পরিবহন, মার্কেট গুলোতে ঈদের কেনা কাটা ও জনসাধারনগণ স্বাচ্ছন্দ্যময় চলাচল করতে পারে তা নিশ্চিত করতে অনুরোধ জানায় চেম্বার। এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি আবু জাফরের নেতৃত্বে পরিচালক সোহেল আক্তার, পরিচালক মোঃ গোলাম সারোয়ার (সাঈদ), পরিচালক আহমেদুর রহমান তনু, পরিচালক শ্রী বিকাশ চন্দ্র সাহা সহ নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম রাজু, কার্যকরী সদস্য মোঃ জামিল আহমেদ ও মোঃ আবদুল্লাহ আল লিটন উপস্থিত ছিলেন। এর আগে গত ১৩ মে চেম্বারের মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা রেস্তোরা মালিক সমিতি, জামদানি ব্যবসায়ীবৃন্দ ও নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ প্রত্যেকেই বলেন, ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকার কারনে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলবদ্ধতা এবং হালকা বৃষ্টি হলেও সড়কে পানি জমে চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। তাই নারায়ণগঞ্জের যানজট সমস্য ও ড্রেনেজ কাজ দ্রæত সময়ের মধ্যে সুসম্পন্ন করা সহ ঈদ-উল আযহাকে সামনে রেখে যেন নতুন করে খনন করা না হয় সে বিষয়ে আলোচনা হয়েছিল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা