
ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে এক রাতে পরপর তিনটি বাড়িতে ডাকাতি ও একটি সাইজিং মিলে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৯ লাখ টাকার মালামাল লুট হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া ও বাসস্টেশন এলাকায় এসব ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, রাত ১টা থেকে ৩টার মধ্যে মুখোশধারী একদল ডাকাত রামচন্দ্রদী পশ্চিমপাড়া এলাকায় হানা দেয়। প্রথমে তারা সেরাজউদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটে নেয়। সেরাজউদ্দিনের ছেলে আবু সাইদ বাধা দিলে তাকে মারধর করে আহত করা হয়। পরবর্তীতে ওই একই দল পাশের দিন ইসলামের বাড়ি থেকে ১৫ হাজার টাকা এবং সুফিয়ানের বাড়ি থেকে ২০ হাজার টাকা লুট করে। এছাড়া তারা লিটন ও সুমনের বাড়িতেও ঢোকার চেষ্টা করে, তবে কোনো মালামাল নিতে পারেনি। এর কয়েক ঘণ্টা পর, রাত ৪টার দিকে, রামচন্দ্রদী বাসস্টেশন এলাকায় রুহেল সিকদারের মালিকানাধীন একটি সাইজিং মিলে চুরির ঘটনা ঘটে। চোরেরা জানালা কেটে মিলের ভেতরে ঢুকে ৬টি মটর, ১৬টি ভিমসহ প্রায় ৮ লাখ টাকার যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এলাকায় পুলিশি টহলের অভাব এবং রাতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে এমন ঘটনা ঘটছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯