আজ শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৪ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:২৫

শুদ্ধি অভিযানের জোর দাবি তৃণমূলের

ডান্ডিবার্তা | ২৩ মে, ২০২৫ | ৭:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার পরে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলো নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। কিন্তু ৫ আগস্ট পরবর্তী নয় মাসের কর্মকাÐে আবারো তাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। গত ১৭ বছর খুনি হাসিনা সরকারের জুলুম নির্যাতন সহ্য করেও রাজপথে আন্দোলন সংগ্রাম করা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে হাইব্রিডদের মূল্যায়ন, আওয়ামী লীগের মতো বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, দখলদারিত্বসহ বিভিন্ন অভিযোগ এখন বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের প্রতি তৃণমূলের। তাই তারা এখন নারায়ণগঞ্জ বিএনপিতে শুদ্ধি অভিযান পরিচালনার দাবি জানিয়েছে এবং এ লক্ষ্যে বিএনপির হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছে। তৃণমূলের মতে, অতি স¤প্রতি চাঁদাবাজি আর দখলদারিত্বের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এমনি অনেক রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জ বিএনপিতে ঘাপটি মেরে আছে। তাদেরকেও খুঁজে বের করে বহিষ্কার করতে হবে। তবেই গত ১৭ বছরের কষ্ট সফল হবে আর বিএনপি হবে কলঙ্ক মুক্ত। সূত্র জানায়, গত ১৭ বছরের চিত্র সম্পূর্ণই পাল্টে গেছে ৫ আগস্টের পর। স্বৈরাচারী খুনী হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করায় গত ১৭ বছর মামলা হামলা খেয়ে যারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাযাবর জীবন যাপন করেছে, ৫ আগস্টের পর তারাই চলে গেছে ব্যাকফুটে। আর যারা গত ১৭ বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছে, আন্দোলন সংগ্রামে যাদেরকে কখনো দেখা যায়নি তারাই চলে এসেছে সামনের সারিতে। তাছাড়া যে চাঁদাবাজি আর দখলদারিত্বের কারণে আওয়ামী লীগ সরকারকে নির্মমভাবে বিদায় নিতে হয়েছে সেই একই কাজ চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপির কিছু নেতাকর্মী। ৫ আগস্টের পর তারা নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরী, আদমজি ইপিজেড থেকে শুরু করে নারায়ণগঞ্জের প্রতিটি হাট-ঘাট-বাজার-পরিবহন এমনকি ফুটপাতের হকারদের কাছ থেকেও চাঁদাবাজি করছে। বিভিন্ন জনের বাড়িঘর ব্যবসা-বাণিজ্য দখল করে নিচ্ছে। এসব দূর করতে অবিলম্বে নারায়ণগঞ্জ বিএনপিতে শুদ্ধি অভিযান পরিচালনার জন্য কেন্দ্রীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা