আজ শনিবার | ২৪ মে ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৫ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:১৬

মদনপুর-মদনগঞ্জ সড়কে পিকআপ অটো সংঘর্ষে ৫জন আহত

ডান্ডিবার্তা | ২৩ মে, ২০২৫ | ৭:২৯ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে পিকআপ-অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের কমপক্ষে ৫ জন অটো যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মদনপুর-মদনগঞ্জ সড়কের তালতাল এলাকার গøাস ফ্যাক্টরির সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. আকাশ(৩০), রায়হান পুলক(৪৩), রমজান(৩৩) শিপন(২০) ও নুর মোহাম্মদ (৫৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ধামগড় ইউপির তালতলা এলাকায় গøাস ফ্যাক্টরির সামনে মদনপুর টু মদনগঞ্জে সড়কে ঢাকা মেট্রো-ন ২৩-৩১১৭ একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অটোর ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। গুরুত্বর আহত ৩’জন চিকিৎসাধীন রয়েছে। পিকআপ ভ্যানটি ধামগড় পুলিশ ফাঁড়ির হেফাজতে নেওয়া হয়েছে। গুরুত্বর আহতরা হলেন মো:আকাশ, সোনাচোরা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে, রায়হান পুলক, উত্তর নোয়াদ্দা, নবীগঞ্জ এলাকার বাসিন্দা ও মোজাম্মেল, ২৬নং ওয়ার্ড সোনাচরা এলাকার বাসিন্দা। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন বলে জানাগেছে। এ ঘটনায় বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা