আজ শুক্রবার | ২৩ মে ২০২৫ | ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৪ জিলকদ ১৪৪৬ | বিকাল ৪:৪৮

এবার টনক নড়েছে নাসিকের

ডান্ডিবার্তা | ২৩ মে, ২০২৫ | ৭:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের দুই দিনের টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি লর ঘটনায় নড়েচড়ে বসেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। সামনে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও সড়কের কাজ দ্রæত সম্পন্নের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিবি রোডসহ বিভিন্ন এলাকায় ড্রেন প্রশস্তকরণ ও সংস্কারের উদ্যোগ নেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকার কাজ সম্পন্ন হয়েছে। তবে চাষাঢ়ার কিছু এলাকা ও কালীরবাজার এলাকায় ড্রেন নির্মাণের কাজ এখন কিছুটা বাকি। এদিকে শুষ্ক মৌসুম শেষে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে শহরজুড়ে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেন সংস্কারের কাজ চলমান থাকায় জলাবদ্ধতা বেশি ছিল। শহরের মূল সড়কেও জমেছিল পানি। মার্কেটের দোকানেও বৃষ্টির পানি ঢুকে পড়ে। ড্রেনের কাজ চলমান থাকায় পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এমতাবস্থায় বর্ষযার মৌসুম শুরুর আগেই এসকল ড্রেনের সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। এছাড়াও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। সড়কের খানাখন্দের কারণে বৃষ্টির সময় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্ষা মৌসুম শুরুর আগেই এসকল সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা