
ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নারায়ণগঞ্জে বিএনপির কয়েক’শ মধ্যম সারির নেতাকর্মীদের বেপরোয়া হয়েছেন। সন্ত্রাসী, প্রকাশ্যে গোলাগুলি, দখলবাজি, চাঁদাবাজিতে মাতোয়ারা হয়ে ওঠেছেন। ঝুট ছিনতাই, ঝুট নিয়ে গোলাগুলির মত ঘটনা ঘটিয়েছেন এসব নেতাকর্মীরা। অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাও হয়েছে। পরিবহন সেক্টর দখল নিয়েও গোলাগুলির ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। কিন্তু এত্তকিছুর পরেও এসব বিতর্কিত নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে পারছেনা বিএনপি। বিএনপিতে ডুবাচ্ছেন এসব বিতর্কিত নেতাকর্মীরা। এদিকে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে মামলা বানিজ্য ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। মহানগর বিএনপি তাকে শোকজ করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি বিএনপি। বন্দরে চাঁদাবাজি ও দখলবাজিতে বেপরোয়া আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন। হাট ঘাট দখলে শুরুতেই নেমে যান বিএনপির বিদ্রোহী গ্রæপের নেতা এক সময় সেলিম ওসমানের জাতীয়পার্টির নেতা দিদার খন্দকার। যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ দখল করেছে টানবাজার এলাকার সকল ফুটপাত, ডিস ব্যবসা, জেনারেটর ব্যবসা। জেলা যুবদল নেতা শহিদুর রহমান স্বপন আছেন কাঁচপুরে ও সিদ্ধিরগঞ্জে জমি দখলদারিত্বে। প্রকাশ্যে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলে মাতোয়ারা স্বপন। ফতুল্লার বিসিক শিল্পনগরীর অর্ধেক ঝুট ব্যবসার নিয়ন্ত্রক এখন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। আওয়ামীলীগ নেতা রকমতের মাধ্যমে ঝুট নিয়ন্ত্রণ করছেন তিনি। প্রতি মাসে রকমতের কাছ থেকে বুঝে নিচ্ছে কোটি টাকা চাঁদা। মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক সাগর প্রধানের বিরুদ্ধে ৫ আগস্টের পরেই চাঁদাবাজির দুটি মামলাও দায়ের করা হয়েছে। চৌধুরী বাড়ি ও এর আশপাশের এলাকার ড্রেজার, ডিস, ইন্টারনেট, মার্কেট ও জমি জমার ব্যবসার নিয়ন্ত্রক সাগর প্রধান। ৫ আগস্টের পর ১৩টি ঝুটের ট্রাক ছিনতাই করে আলোচনায় আসছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে গিয়াসউদ্দীনের ছেলের সঙ্গে বিরোধে জড়িয়ে মামলায় আসামীও হয়েছেন সাহেদ। সাখাওয়াত ইসলাম রানা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক। বন্ধন পরিবহন সেক্টর দখল করতে গিয়ে জাকির খানের গ্রæপের বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটিয়েছেন। বাধণ পরিবহন জোরপূর্বক দখল করেছেন রানা। এ ছাড়াও পরিবহন সেক্টরের সকল টিকেট কাউন্টারগুলোও রানার নিয়্ন্ত্রণে। একই কমিটির সদস্য সচিব মমিনুর রহমান বাবুও রানার সঙ্গে গোলাগুলিতে সেদিন অংশগ্রহণ করেছিলেন। সিদ্ধিরগঞ্জে সাহেদ ও আয়েশা আক্তার দিনার সঙ্গে ঝুট সেক্টর নিয়ন্ত্রকদের একজন এই বাবু। সোনারগাঁয়ের সকল সেক্টরের নিয়ন্ত্রক এখন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক খাইরুল ইসলাম সজীব। ৫ আগস্টের পর আওয়ামীলীগ নেতাদের বাড়িঘর রক্ষার নামে করেছেন শত শত কোটি টাকার চাঁদাবাজি। মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর সিদ্ধিরগঞ্জে ঝুট সেক্টর দখলবাজি নিয়ে গোলাগুলির ঘটনা ঘটিয়েছেন। এ ছাড়াও বিএনপি নেতা শামীম ঢালীর সঙ্গেও একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটিয়েছেন সাগর। সিদ্ধিরগঞ্জের ফুটপাত ও ঝুট নিয়ন্ত্রকদের আরেকজন এই সাগর। মহানগর বিএনপির সদস্য শাহিন ওরফে মোটা শাহিন বন্দরের ত্রাসে পরিনত হয়েছে। বন্দরে মহানগর বিএনপির আহŸায়কের পরিচয়ে চাঁদাবাজি সন্ত্রাসীদের মাতোয়ারা হয়ে ওঠেছেন মোটা শাহিন। জাকির খানের নাম ভাঙ্গিয়ে ব্যাপক চাঁদাবাজিতে আছেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক। নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ফুটপাত থেকে চাঁদাবাজি করছেন পারভেজ মল্লিক। চাঁদা না পাওয়ায় বন্দরে যুবদল নেতা সফর আলী ও তার লোকজনকে পিটিয়ে আহত করেছেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রাসেল মিয়া। উল্টো সফর আলী ও তার আত্মসজনকে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করেছে রাসেল মিয়া। একই কমিটির সদস্য সচিব মশিউর রহমান মশু ছেলে বলাৎকারের ঘটনার শালিশ করতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে পেটানোর ঘটনার মামলায় কারাগারে যান। গত ডিসেম্বর মাসে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার চাঁদাবাজি করতে গেলে এলাকাবাসী পিটিয়ে পানিতে চুবিয়েছেন। সিদ্ধিরগঞ্জের ঝুট সেক্টর নিয়ন্ত্রকদের আরেকজন যুবদল নেতা শহিদুল ইসলাম। এবার সিআই খোলা হাট দখলের পায়তারায় নেমেছেন শহিদুল ইসলাম। মামুন মাহামুদ বলয় ছেড়ে গিয়াস বলয়ে গিয়ে ঝুটের নিয়ন্ত্রক হয়েছেন তিনি। দিগুবাবুর বাজার ও রেললাইন এলাকার গডফাদার যুবদল নেতা মনোয়ার হোসেন শোখন। বিশাল এলাকা দখল করে তিনি স্ব মিলস ব্যবসা চালিয়ে আসছেন। গত ৬ সেপ্টেম্বর বন্দরের কুখ্যাত চাঁদাবাজ যুবদল নেতা সম্রাট হাসান সুজনের চাঁদাবাজি রক্ষা করতে গিয়ে উল্টো এলাকাবাসীর হাতে গণপিটুনি খেয়েছেন আবু আল ইউসূফ খান টিপু। চাচিকে ভাগিয়ে নিয়ে চাচাকে হত্যার অভিযোগে কারাগারে যান চাচির জামাই খ্যাত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহামুদ। পরিচ্ছন্ন রাজনীতিক খোরশেদের বলয় ছেড়ে জাকির খানের বাহিনীতে যোগদান করে চাঁদাবাজিতে মাতোয়ারা মহানগর যুবদলের সাবেক নেতা আল আমিন খান। চাষাড়া থেকে জামতলা পর্যন্ত সকল ফুটপাতের দোকানগুলো থেকে চাঁদাবাজি করছে মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান রাজীব। চাঁদাবাজির চাকায় একাধিক মটর সাইকেল কিনেছেন রাজীব। ফতুল্লার ভুমিদুস্যদের কিং খ্যাত ছাত্রদলের সাবেক নেতা সাইদুর রহমান জমিজমা দখলবাজিতে মেতেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯