আজ রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৬ জিলকদ ১৪৪৬ | বিকাল ৫:১৪

না’গঞ্জ শহরে মানুষের চরম দুর্গতি

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৫ | ৬:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ড্রেনের নির্মাণকাজের অংশ হিসেবে ফ্রেন্ডস মার্কেটের সামনে খোঁড়াখুঁড়িতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী ও ব্যবসায়ীরা। একদিকে কয়েকদিনের টানা বৃষ্টি আরেকদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওইখানকার বাসিন্দাদের জীবনযাত্রা থমকে আছে। স্থানীয়দের অভিযোগ, নাসিকের গাফিলতির কারণে সড়কের আশেপাশের অংশ ধ্বসে পড়েছে। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানায়, ড্রেন নির্মাণকাজের জন্য যখন সড়কের মধ্যে কাটা হচ্ছিল তখন আমরা বলেছিলাম আস্তর বালুও রাবিশগুলো যেনো পাশের অংশে রাখা হয়। কিন্তু তারা সে কথা শুনে নাই। পরে বৃষ্টিতে ওই অংশ হঠাৎ করে ধ্বসে পড়েছে। দেশে আওয়ামী লীগ সরকার চোর ছিল। আমরা ভাবছিলাম দেশে এখন আর চোর নাই। কিন্তু দেশে এখনো আরও চোর রয়ে গেছে। এদেশের সব লোকই চোর। তারা যেভাবে ধীরগতিতে কাজ করছে এতে করে আমাদের দুর্ভোগ প্রচুর বেড়েছে। ড্রেনের পাইপ বসাতে গিয়ে তারা ওয়াসার সঙ্গে এটিকে মিলিয়ে আমাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার আমরা জাতীয় জরুরী সেবায় ফোন দিয়েছি। যেকোনো সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ অফিসের লোক বললো আমাদের কিছু করার নাই। তবে নাসিক কর্তৃপক্ষ বলছে, তারা কাজে কোনো গাফিলতি করছে না। দ্রæতগতিতে এবং নিয়মমাফিক কাজ করে যাচ্ছে। মাটির নিচে বিভিন্ন সংস্থার লাইন থাকার কারণে তাদের কাজ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এর আগে গত ৭ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যানজট নিরসনে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় শহরের বঙ্গবন্ধু সড়ক এবং আশেপাশের সড়কগুলোতে ড্রেন নির্মাণ কাজের ধীরগতির কারণে সিটি করপোরেশনের উপর ক্ষোভ ঝাড়েন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সভায় অন্যান্য অংশীজনের মতোনই উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি শহরের বিভিন্ন পরিকল্পনা নিয়ে যখন কথা বলছিলেন তখন জেলা প্রশাসক তাকে ড্রেন নির্মাণের কাজের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞেস করেন। প্রত্যুত্তরে নির্বাহী প্রকৌশলী কোনো সুনির্দিষ্ট সময় বলতে না পারলে জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা যেভাবে ধীরগতিতে কাজ করছে এতে করে নগরবাসীর চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আপনারা ড্রেন নির্মাণের মালামাল কেনো দিনের পর দিন সড়কে রেখে সড়ক বন্ধ করে রাখেন। আজকের মধ্যে মালামাল সড়ক থেকে সরিয়ে ফেলবেন। আর একসঙ্গে ড্রেন নির্মাণ করতে গিয়ে একসঙ্গে সব সড়কে খোঁড়াখুড়ি না করে ধাপে ধাপে একটি করে সড়কে কাজ করতেন। তাহলে যান চলাচলে এতো বিঘœ ঘটতো না। পরিশেষে নির্বাহী প্রকৌশলী অতি দ্রæত সড়ক থেকে মালামাল সরিয়ে নেওয়ার এবং এই মাসের মধ্যে কালীরবাজার সড়কসহ আশেপাশের সড়ক চলাচলে উপযুক্ত করার প্রতিশ্রæতি দেন। এর আগে নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতা দূরীকরণে এবং পয়:নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৬ মাস পূর্বে আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু করে। কিন্তু কাজের ধীরগতির কারণে নগরবাসীকে এখনো চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা