
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ড্রেনের নির্মাণকাজের অংশ হিসেবে ফ্রেন্ডস মার্কেটের সামনে খোঁড়াখুঁড়িতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী ও ব্যবসায়ীরা। একদিকে কয়েকদিনের টানা বৃষ্টি আরেকদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওইখানকার বাসিন্দাদের জীবনযাত্রা থমকে আছে। স্থানীয়দের অভিযোগ, নাসিকের গাফিলতির কারণে সড়কের আশেপাশের অংশ ধ্বসে পড়েছে। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানায়, ড্রেন নির্মাণকাজের জন্য যখন সড়কের মধ্যে কাটা হচ্ছিল তখন আমরা বলেছিলাম আস্তর বালুও রাবিশগুলো যেনো পাশের অংশে রাখা হয়। কিন্তু তারা সে কথা শুনে নাই। পরে বৃষ্টিতে ওই অংশ হঠাৎ করে ধ্বসে পড়েছে। দেশে আওয়ামী লীগ সরকার চোর ছিল। আমরা ভাবছিলাম দেশে এখন আর চোর নাই। কিন্তু দেশে এখনো আরও চোর রয়ে গেছে। এদেশের সব লোকই চোর। তারা যেভাবে ধীরগতিতে কাজ করছে এতে করে আমাদের দুর্ভোগ প্রচুর বেড়েছে। ড্রেনের পাইপ বসাতে গিয়ে তারা ওয়াসার সঙ্গে এটিকে মিলিয়ে আমাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার আমরা জাতীয় জরুরী সেবায় ফোন দিয়েছি। যেকোনো সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ অফিসের লোক বললো আমাদের কিছু করার নাই। তবে নাসিক কর্তৃপক্ষ বলছে, তারা কাজে কোনো গাফিলতি করছে না। দ্রæতগতিতে এবং নিয়মমাফিক কাজ করে যাচ্ছে। মাটির নিচে বিভিন্ন সংস্থার লাইন থাকার কারণে তাদের কাজ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এর আগে গত ৭ মে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যানজট নিরসনে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় শহরের বঙ্গবন্ধু সড়ক এবং আশেপাশের সড়কগুলোতে ড্রেন নির্মাণ কাজের ধীরগতির কারণে সিটি করপোরেশনের উপর ক্ষোভ ঝাড়েন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সভায় অন্যান্য অংশীজনের মতোনই উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি শহরের বিভিন্ন পরিকল্পনা নিয়ে যখন কথা বলছিলেন তখন জেলা প্রশাসক তাকে ড্রেন নির্মাণের কাজের অগ্রগতি সম্পর্কে জিজ্ঞেস করেন। প্রত্যুত্তরে নির্বাহী প্রকৌশলী কোনো সুনির্দিষ্ট সময় বলতে না পারলে জেলা প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা যেভাবে ধীরগতিতে কাজ করছে এতে করে নগরবাসীর চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। আপনারা ড্রেন নির্মাণের মালামাল কেনো দিনের পর দিন সড়কে রেখে সড়ক বন্ধ করে রাখেন। আজকের মধ্যে মালামাল সড়ক থেকে সরিয়ে ফেলবেন। আর একসঙ্গে ড্রেন নির্মাণ করতে গিয়ে একসঙ্গে সব সড়কে খোঁড়াখুড়ি না করে ধাপে ধাপে একটি করে সড়কে কাজ করতেন। তাহলে যান চলাচলে এতো বিঘœ ঘটতো না। পরিশেষে নির্বাহী প্রকৌশলী অতি দ্রæত সড়ক থেকে মালামাল সরিয়ে নেওয়ার এবং এই মাসের মধ্যে কালীরবাজার সড়কসহ আশেপাশের সড়ক চলাচলে উপযুক্ত করার প্রতিশ্রæতি দেন। এর আগে নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতা দূরীকরণে এবং পয়:নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৬ মাস পূর্বে আরসিসি ড্রেন নির্মাণের কাজ শুরু করে। কিন্তু কাজের ধীরগতির কারণে নগরবাসীকে এখনো চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯