আজ রবিবার | ২৫ মে ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২৬ জিলকদ ১৪৪৬ | বিকাল ৩:৫৫

আন্তজেলা ডাকাত সর্দার আলীম গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৪ মে, ২০২৫ | ৬:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে ‘নাকবোচা হালিম’ ওরফে আলীমকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। এর আগে সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। আব্দুল হালিম (৫০) ওরফে আলীম বরগুনা জেলার সদর থানার আলতাফ চৌকিদারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, সে এবং তার দল ২০১২ সাল থেকে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছেন। তারা বিভিন্ন সময়ে শহরের ভালো বাড়ি এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বাসা-বাড়ি লক্ষ্যবস্তু বানিয়ে ডাকতি করে আসছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দলে ৭-১৫ জন সদস্য রয়েছেন যাদের প্রায় সবাই বরগুনা জেলার সদর থানা এবং বরগুনা জেলার আমতলি থানার স্থায়ী বাসিন্দা কিন্তু তারা বেশিরভাগ সময় ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালি, মুন্সিগঞ্জ জেলায় ডাকাতিতে লিপ্ত ছিলেন। ডাকাত সর্দার হালিম জানান, ডাকাতি কাজে তারা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র ব্যবহার করে থাকেন। গ্রেপ্তার আসামি আব্দুল হালিম ‘নাক বোচা হালিম’ ওরফে হালিমের (৫০) বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন, মাদক, মানবপাচারসহ সর্বমোট ২২টি মামলা রয়েছে। এছাড়া সে গত ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৫টি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা